Home সারাদেশ পিতার হত্যার বিচারের দাবিতে মানববন্ধনে সেচ্ছাসেবক লীগ নেতা ফুয়াদ কাজীর শিশু সন্তান  সাফিন কাজী।
জানুয়ারি ১০, ২০২৪

পিতার হত্যার বিচারের দাবিতে মানববন্ধনে সেচ্ছাসেবক লীগ নেতা ফুয়াদ কাজীর শিশু সন্তান  সাফিন কাজী।

তাইফুর রহমান, নলছিটি(ঝালকাঠি) সংবাদদাতাঃ 
ঝালকাঠির নলছিটিতে সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিয়াউল হাসান ফুয়াদ কাজী হত্যায় জরিতদের বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। বুধবার(১০জানুয়ারী) সকাল এগারোটায় উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া এমদাদুল উলুম নুরানী,হাফেজী ও ক্বওমিয়া মাদ্রসার সম্মুখ সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশ নেন নিহত ফুয়াদ কাজীর পরিবারের সদস্য ও স্থানীয় সাধারন জনগন। এসময় নিহতের ছেলে সাফিন কাজী কান্নারত অবস্থায় তার পিতার হত্যাকারীদের দ্রæত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সর্বস্তরের জনগন,সুশীল সমাজ ও পরিবারবর্গের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার(সাবেক) আবদুল বারেক হাওলাদার,নিহতের পিতা মকবুল হোসেন কাজী, সন্তান সাফিন কাজী,বড় ভাই ফয়সাল কাজী,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক একেএম শহিদুল ইসলাম পান্নু। আরও উপস্থিত ছিলেন,যুবলীগ নেতা সাইদুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আলম খান, মাসুদ আলম বেপারী ,আমিরুল ইসলাম রাজিব, কবির শিকদার, বদরুল আলম মারুফ জোমাদ্দার, জুয়েল কাজী, মোসাদ্দেক আলী শহীদ, মহিউদ্দিন খান প্রমুখ।
এসময় তারা বলেন,ফুয়াদ কাজী আমাদের এলাকার একজন সবার সুপরিচিত মুখ সে কারও সাথে এমন আচরণ করেনি যে তাকে এভাবে নৃশংসভাবে হত্যা করতে হবে। তাকে হত্যা করতে দূরের মানুষ আসেনি আমাদের আশেপাশের কেউ না কেউ ফুয়াদ কাজী হত্যায় জরিত। আমাদের দাবী দ্রæততম সময়ের মধ্যে আসামীদের শনাক্ত করে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রায় ৩শতাধিক মানুষ অংশ নেন।
উল্লেখ্য গত ৭জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম শেষে বাড়ি ফেরার পথে রাত আনুমানিক সাড়ে নয় টার দিকে তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। পরে ৯ জানুয়ারী নিহতের বড় ভাই ফয়সাল কাজী বাদি হয়ে অজ্ঞাত আসামী করে নলছিটি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *