খাগড়াছড়িতে জামানত খোয়ালেন ৩ প্রার্থী
২৯৮ নম্বর খাগড়াছড়ি আসনে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও জামানত খুইয়েছেন তিন প্রার্থী। এই আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা বিপুল ব্যবধানে তৃতীয়বারের মত হেট্রিক জয় পেয়েছেন। নির্বাচন আইন অনুযায়ী লাঙল, সোনালী আঁশ ও আম প্রতীকের প্রার্থীরা তাদের জামানত হারিয়েছেন।
রোববার রাত সাড়ে ৯টায় খাগড়াছড়ি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করেন, রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সহিদ্দুজ্জামান।
রিটার্নিং কর্মকর্তা জানান, ২৯৮ নম্বর খাগড়াছড়ি সংসদীয় আসনে আ.লীগের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা নৌকা প্রতীকে পেয়েছেন ২২০৮১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির মিথিলা রোয়াজা লাঙ্গল পেয়েছেন ১০৯৩৮ ভোট। তৃণমূল বিএনপির উশ্যেপ্রু মারমা সেনালী আঁশ প্রতীকে পেয়েছেন ৯৫২৬ ভোট, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মো. মোস্তফা আম প্রতীকে পেয়েছে ৮৪৫৬ ভোট।
খাগড়াছড়ির ১টি আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৪১৯জন। এর মধ্যে ২ লাখ ৪৯ হাজার ৭৩৬ জন ভোটার তাদের ভোটাদিকার প্রয়োগ করেন। এ আসনে ভোট প্রধানের হার ৪৯.৯৯ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
‘নিয়ম অনুযায়ী মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোটও না পাওয়ায় ওই প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত করা হয়।’ খাগড়াছড়ির রিটার্নিং অফিসারের কার্যালয়ে ঘোষিত ফলাফল বিশ্লেষণে এমন তথ্য জানা গেছে।