রাজধানীর খিলগাঁও এ জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ
প্রহসনে নির্বাচন বাতিল করে অবিলম্বে কেয়ার টেকার সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজধানীর খিলগাঁও এ আজ সকালে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি *ড. শফিকুল ইসলাম মাসুদের* নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মাওলানা আবু ফাহিম, মহানগরী মজলিশে শূরা সদস্য ও থানা আমির আব্দুল্লাহ আল আমিন মহানগরী মজলিশে শূরা সদস্য ও থানা সেক্রেটারি মুহাম্মদ আবু মুয়াজ, থানা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ সারোয়ার, শাহ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, বাহার উদ্দিন ও ছাত্রশিবিরের খিলগাঁও থানা সভাপতি নাঈম ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।