ইয়াবাসহ ধরা মাদক মামলার আসামি
তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে ইয়াবাসহ মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামী মো. ইব্রাহিম খলিল বাবু (২৫) কে গ্রেফতার করেছে রামগড় থানা পুলিশ।
সোমবার রাতে উপজেলার ডেবার পাড়স্থ ঝুলন্ত ব্রীজের দক্ষিণ গেটের সামনে জগন্নাত পাড়াগামী পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ইব্রাহিম রামগড় পৌরসভার বল্টুরাম টিলার বাসিন্ধা মৃত আব্দুর রাজ্জাক এর ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার এসআই শামসুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর আগেও সে আরও ৩টি জিআর মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলো।
বিষয়টি নিশ্চিত করে রামগড় থানার ওসি (তদন্ত) ফখরুল ইসলাম বলেছেন, ‘মাদক আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।’