বাগেরহাট-৪ বিপুল ভোটে বিজয়ী বদিউজ্জামান সোহাগ ,৩ -এ হাবিবুন নাহার নৌকা বিজয়ী
এস. এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট :
বাগেরহাটের চারটি সংসদীয় আসনে মধ্যে নৌকার দুই প্রার্থী বাগেরহাট- ৩ আসনে বন-পরিবেশ, জলবায়ু পরিবর্তন মন্ত্রণায়য়ের উপমন্ত্রী হাবিবুন নাহার ও বাগেরহাট- ৪ আসনে কেন্দ্রীয় ছাত্রীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
বাগেরহাট- ৩ আসনে উপমন্ত্রী হাবিবুন নাহার (নৌকা) ৮৫ হাজার ৪১৭ ভোট পেয়ে চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী (ঈগল) বীর মুক্তিযোদ্ধা মো. ইদ্রিস আলী ইজারাদার পেয়েছেন মাত্র ৫৭ হাজার ৬৫২ ভোট।
বাগেরহাট- ৪ আসনে কেন্দ্রীয় ছাত্রীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ (নৌকা) ১ লাখ ৯৯ হাজার ৪৪৫ ভোট পেয়ে প্রথমবার সংসদ সদস্য নিবাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী (ঈগল) ও দুপুরে নির্বাচন বর্জনকারী মো. জামিল হোসাইন পেয়েছেন মাত্র ৬ হাজার ভোট।
অন্য দুটি আসনে নৌকার প্রার্থী বিপুল ভোটে এগিয়ে রয়েছেন।
**ছবি সংযুক্ত আছে।
০১৭১১৩৭৭৪৫০
তারিখ:০৭.০১.২০২৪।