নাজমুল হুদার মেয়ে তৃণমূলের অন্তরা পেলেন ৬৩৩৭ ভোট
দ্বাদশ সংসদ নির্বাচনে কিংস পার্টি হিসেবে পরিচিত দলগুলোর মধ্যে প্রায় সব দলের প্রার্থীরই ভরাডুবি ঘটেছে। তাদের মধ্যে তৃণমূল বিএনপির কার্যকরী সভাপতি প্রয়াত নাজমুল হুদার মেয়ে অন্তরা সেলিম হুদা জামানত খুঁইয়েছেন।
তৃণমূল বিএনপির কার্যকরী সভাপতি অন্তরা সেলিম হুদা সোনালী আঁশ প্রতীকে পেয়েছে ৬৩৩৭ ভোট।
এই আসনে মহাজোটের শরিক বিকল্প ধারার প্রার্থী মাহি বি চৌধুরীর। একাদশ সংসদের এই সংসদ সদস্য প্রায় ৭৮ হাজার ভোটের ব্যবধানে নৌকার বিরুদ্ধে হেরে গেছেন।
এই আসনে ফলের দিক থেকে দ্বিতীয় হয়েছেন স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার কবির। তিনি ট্রাক মার্কায় পেয়েছেন ৬১,৫৪০ ভোট।
এছাড়া আতাউল্লাহ বাংলাদেশ খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকে পেয়েছেন ২৬৩৫ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির দোয়েল আক্তার আম প্রতীক নিয়ে পেয়েছেন ২৯৯ ভোট, বাংলাদেশ কংগ্রেসের নূরজাহান বেগম ডাব প্রতীক নিয়ে পেয়েছেন ৮৭ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির লতিফ সরকার একতারা প্রতীক নিয়ে পেয়েছেন ৩২০২ ভোট, জাতীয় পার্টির শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৭০ ভোট।
সিরাজদিখান-শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।