আলহাজ্ব কাজী কেয়ামত আলীর ডাবল হ্যাটট্রিক।
সোহেল রানা চৌধুরী,,, গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি,,,
রাজবাড়ী-১ আসনে (সদর ও গোয়ালন্দ) এবারের নির্বাচনেও জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। নৌকা প্রতীক নিয়ে ৯৭০৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন তিনি।
রবিবার (৭ জানুয়ারি) রাতে বেসরকারিভাবে ভোটের ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু কায়সার খান। এ নিয়ে একই আসনে ষষ্ঠ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন কাজী কেরামত আলী।
এবারের নির্বাচনে কাজী কেরামত আলীর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. ইমদাদুল হক বিশ্বাস ট্রাক প্রতীক নিয়ে ৫৩১৩২ ভোট পেয়ে পরাজিত হন।
এ ছাড়া জাতীয় পার্টি মনোনীত প্রার্থী খোন্দকার হাবিবুর রহমান লাঙল প্রতীক নিয়ে ১৬১৮ ভোট, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী ডিএম মজিবর রহমান সোনালী আঁশ প্রতীক নিয়ে ২০৯১ ভোট, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান মুসল্লি ঢেঁকি প্রতীক নিয়ে ২৫৫২ ভোট ও স্বপন কুমার সরকার ঈগল প্রতীক নিয়ে ৪৮৭ ভোট পেয়েছেন।
এদিকে নৌকা প্রতীক নিয়ে কাজী কেরামত আলী ষষ্ঠ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় রাজবাড়ী সদর ও গোয়ালন্দে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সমর্থকরা বিজয়ের উল্লাসে ফেটে পড়েছে।
বর্তমান সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি।১৯৯১ সালের নির্বাচনে রাজবাড়ী-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তৎকালীন জেলা আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ভাষা সৈনিক অ্যাডভোকেট আব্দুল ওয়াজেদ চৌধুরী। বার্ধক্যজনিত কারণে ১৯৯২ সালের ৩১ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।
ওয়াজেদ চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া ওই আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচিত হন কাজী কেরামত আলী। ২০০১ সালের নির্বাচনে ওয়ার্কার্স পার্টি থেকে বিএনপিতে যোগদানকারী চার দলীয় জোটের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের কাছে তিনি পরাজিত হন।
পরে ২০০৮ সালের নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী হন কাজী কেরামত আলী। ওই নির্বাচনে তৎকালীন চার দলীয় জোটের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে বিপুল ভোটের ব্যাবধানে পরাজিত করে আসনটি পুনরুদ্ধার করে আওয়ামী লীগ।
২০১৪ সালের নির্বাচনে রাজবাড়ী-১ আসনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী কেরামত আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ২০১৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি জয়ী হন।
এবারের নির্বাচনে রাজবাড়ী-১ আসনে নৌকা প্রতীক নিয়ে আবারও তিনি বিজয়ী হলেন।
রাজবাড়ী-১ আসনে (সদর ও গোয়ালন্দ) মোট ভোটার সংখ্যা চার লাখ চার হাজার ১৮১ জন। এর মধ্যে এক লাখ নিরানব্বই হাজার ৯১৫ জন মহিলা, দুই লাখ চার হাজার ২৬০ জন পুরুষ ও তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ৬ জন।