Home দেশ-বিদেশের যু্দ্ধ দক্ষিণ গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত
জানুয়ারি ৬, ২০২৪

দক্ষিণ গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত

দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসে শনিবার একটি বসত বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনি মিডিয়া এ কথা জানিয়েছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ‘ওয়াফা’ জানিয়েছে, বিমান হামলায় নিহতদের অধিকাংশই নারী ও শিশু এবং অনেকে আহত হয়েছেন।

স্থানীয় সূত্র সিনহুয়াকে জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো শনিবার ভোরে মধ্য গাজা উপত্যকার দেইর এল-বালাহ-তেও হামলা চালায়। এতে বেশ কয়েকজন নিহত বা আহত হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, চলমান ইসরায়েল-হামাস সংঘাত শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে ২২,৬০০ জনে পৌঁছেছে। এদের বেশিরভাগই নারী ও শিশু।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি সেনাবাহিনী গত ২৪ ঘন্টায় ১৫টি হামলা চালিয়েছে এবং এতে ১৬২ জন নিহত এবং ২৯৬ জন আহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *