দীঘিনালায় পুলিশের পৃথক দুই মাদক ব্যবসায়ী আটক
খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের পৃথক দু’টি অভিযানে দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে দীঘিনালা থানা পুলিশ।
গতকাল বিকেলে উপজেলার মেরুং ইউপি’র মধ্য বেতছড়ি এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। আটককৃতরা হলেন বেতছড়ি এলাকার মো. ফজলুল হক গাজীর ছেলে মো. ফারুক মিয়া (৩০) ও জামতলী বাঙালী পাড়া এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে মো. আমিনুর রহমান (২৬)।
দীঘিনালা থানার পুলিশের উপপরিদর্শক মো. কামরুজ্জামান জানান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্দেশ মোতাবেক অভিযান পরিচালনা করে, তাদের আটক করেছি। এসময় তাদের কাছ থেকে পৃথকভাবে ১ কেজি গাঁজা উদ্ধার করি। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ, খাগড়াছড়ি জেলার আইন-শ্ঙ্খলা পরিস্থিতি ও জনজীবন স্বাভাবিক রাখার লক্ষ্যে অত্র জেলায় মাল্টিলেয়ার নিরাপত্তা বেষ্টনীসহ নাশকতা অপতৎপরতা রোধে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে খাগড়াছড়ি জেলা পুলিশ।