এই নির্বাচনে আমরা জিতে গেছি, এই জেতা সেই জেতা নয়: শাহজাহান ওমর
মশিউর রহমান রাসেল
বার্তা প্রধান বরিশালঃ-
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে নৌকা প্রতীকের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তম পথসভায় নিজ ইউনিয়নবাসীর উদ্দেশ্যে বলেছেন, প্রিয় শুক্তাগড়বাসী। এই নির্বাচনে জিতে গেছেন, এই যেতা সেই যেতা নয়, সব হার হার নয়, সব জিত জিত নয়। যে রকম ১৮ সালে আমি হেরেছি না?, আমি কি জনমানুষের কাছে হেরেছি?। সব হার হার নয়। এই নির্বাচনে তাে আমরা জিতে গেছি, এই জিত কি জিত?। তবে জিত হতে হবে। কেমন করে হবে, আমি বলছি। নির্বাচন দুই রকম হয়। এক রকম হলাে ইনক্লাসিভ, সব দলকে নিয়ে নির্বাচন করা হয়। সেখান যদি ভােট থাকে ৩০ টা দাড়াইছে ৭ জন, ৭ জনের যে ৫ টা ভােট পায়, ৫ সদস্য হয়ে যায়।
শুক্তাগড় ইউনিয়ন আওয়ামী লীগ আয়াজিত এ সভায় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুজিবুল হক মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব কুমার বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, উপজেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট এএইচএম খায়রুল আলম সরফরাজ, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক জিয়া হায়দার খান লিটন, সাবেক উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চুসহ উপজেলা ও ইউনিয়ন আ’লীগের নেতৃবৃন্দরা। তিনি আরও বলেন, এই নির্বাচন কিছু কিছু দেশি বিদেশী চক্র আমাদের দিকে তীক্ষ্ম দৃষ্টিতে নজর দিছে। বিশেষ করে আপনাদের এই সিটে অনেক সাংবাদিক, অনেক আমাদের বিরােধী দলীয় এজেন্ট, দেশী-বিদেশী এজেন্ট গােপন তথ্য নিবে। যদি একটা জাল ভােট দেন সাথে সাথে কট হয়ে যাবেন, যদি একটা মৃত ব্যক্তির ভােট কাস্ট করেন কট হয়ে যাবেন। যারা বিদেশ থাকে তাদের ভােট দেন কট হয়ে যাবেন। দয়া করে এইগুলাে করবেন না। বুধবার বিকেলে কেওতা মাদ্রাসা মাঠে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।