Home বিশ্ব লোহিত সাগরে টাস্ক ফোর্সে যোগ দেবে না মিশর
জানুয়ারি ৩, ২০২৪

লোহিত সাগরে টাস্ক ফোর্সে যোগ দেবে না মিশর

লোহিত সাগরে মার্কিন নেতৃত্বাধীন গঠিত টাস্ক ফোর্সে যোগ দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মিশর।

গত সপ্তাহে ইহুদিবাদী ইসরায়েলের একটি প্রতিনিধিদল কায়রো সফরের সময় জেনারেল আব্দেল ফাত্তাহ আল-সিসির সরকারকে এই প্রস্তাব দেয়।

ইসরায়েলের আই-টোয়েন্টিফোর নিউজ ওয়েবসাইট এক রিপোর্টে জানিয়েছে, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল গত সপ্তাহে কায়রো সফরে যায় এবং সে সময় তারা মার্কিন নেতৃত্বাধীন টাস্ক ফোর্সে মিশরের যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করে। কিন্তু এই টাস্ক ফোর্সে যোগ দেওয়ার বিষয়টি মিশর প্রত্যাখ্যান করে।

এর ফলে টাস্ক ফোর্সে এখন আরব দেশ হিসেবে একমাত্র বাহরাইনই থেকে গেল।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল আগ্রাসন শুরু করার পর ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে ইসরায়েলের জাহাজের উপর হামলা চালায় এবং অন্তত একটি জাহাজ আটক করে। এরপর ইয়েমেনি সেনারা লোহিত সাগরে ইসরায়েল অভিমুখী যেকোনও জাহাজ চলাচল নিষিদ্ধ করে।

যেসব জাহাজ এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইসরায়েলে যাওয়ার চেষ্টা করেছে তাদের ওপর হামলা চালিয়েছে ইয়েমেনের হুথিরা।

এরপর তাদের মোকাবেলায় আমেরিকা লোহিত সাগরের একটি টাস্ক ফোর্স গঠন করে। এতে আমেরিকার কয়েকটি পশ্চিমা মিত্র দেশ যোগ দিয়েছে। কিন্তু মধ্যপ্রাচ্যের একমাত্র বাহারাইন ছাড়া আর কোনও দেশ তাতে যুক্ত হয়নি। সূত্র: আল মায়াদিন, ইরনা, প্রেসটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *