Home বিনোদন মাকে নিয়ে সায়রা বানুর বাড়িতে আমির, মেঝেতে বসে জমিয়ে আড্ডা
জানুয়ারি ৩, ২০২৪

মাকে নিয়ে সায়রা বানুর বাড়িতে আমির, মেঝেতে বসে জমিয়ে আড্ডা

বলিউডের জ্যেষ্ঠ অভিনেত্রী সায়রা বানুর বাড়িতে আড্ডায় মজলেন বলিউড তারকা আমির খান, প্রযোজক কিরণ রাও এবং আমিরের মা জিনাত হুসাইন।

গতকাল মঙ্গলবার তিনটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সায়রা বানু। একটি ছবিতে দেখা গেছে, সোফায় বসে আছেন সায়রা বানু; তাঁর পায়ের পাশে মেঝেতে বসে আছেন আমির খান। বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার ও সায়রা বানু পরিবারের সঙ্গে আমির খানের বন্ধন বেশ দৃঢ়, দিলীপ কুমারের মৃত্যুর পরও তা অটুট রয়েছে।
সায়রা লিখেছেন, ‘দিলীপ সাহেব সব সময় আমিরের অভিনয়ের প্রশংসা করতেন। আমির আমাদের পরিবারের অংশ হয়ে রয়েছে। আমার জীবনের কঠিন সময়ে আমির পাশে ছিল।’

মা জিনাত হুসাইন ও সায়রা বানুর সঙ্গে আমির খান
মা জিনাত হুসাইন ও সায়রা বানুর সঙ্গে আমির খানছবি: সায়রা বানুর ইনস্টাগ্রাম থেকে

সায়রার ভাষ্যে, ‘বছরের শুরুতেই আমির, কিরণ ও আমিরের মা জিনাত আপার সঙ্গে দারুণ সময় কাটল। দিলীপ সাহেবকে নিয়ে নানা স্মৃতি ভাগাভাগি করেছি আমরা। ’
আরেক ছবিতে সায়রা বানু, জিনাত হুসাইন ও আমির খানকে পাওয়া গেছে। বাকি ছবিতে তিনজনসহ কিরণ রাওকে দেখা গেছে।

আড্ডায় ছিলেন প্রযোজক কিরণ রাও
আড্ডায় ছিলেন প্রযোজক কিরণ রাওছবি: সায়রা বানুর ইনস্টাগ্রাম থেকে

২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাল সিং চাড্ডা’ সিনেমায় শেষবার হাজির হয়েছিলেন আমির খান। একই বছর মুক্তিপ্রাপ্ত ‘সালাম ভেঙ্কি’ সিনেমায় ক্যামিও হিসেবে পাওয়া গেছে আমির খানকে। আমির খান ও কিরণ রাও ‘লাপাতা লেডিস’ নামের একটি সিনেমা প্রযোজনা করছেন। সিনেমাটি পরিচালনা করছেন কিরণ রাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *