Home জাতীয় থার্টি ফার্স্ট নাইট, মাঠে নামল বিজিবি
ডিসেম্বর ৩১, ২০২৩

থার্টি ফার্স্ট নাইট, মাঠে নামল বিজিবি

থার্টি ফার্স্ট নাইট ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজধানীতে নাগরিকদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতে ডগ স্কোয়াড মোতায়েন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (৩১ ডিসেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পক্ষে গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে বিজিবি-২৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম জানিয়েছেন, নির্বাচন সামনে রেখে যেকোনও নাশকতা বা অপতৎপরতা রোধে বিজিবি প্রস্তুত রয়েছে। এ লক্ষ্যে রাজধানীর কমলাপুর ও তেজগাঁও রেলস্টেশন, আগারগাঁও ও মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে তল্লাশি অভিযান চালায় বিজিবির ডগ স্কোয়াড।

এদিকে ইংরেজি নববর্ষের অনুষ্ঠান প্রকাশ্য স্থানে কোনো ধরনের সভা-জমায়েত বা উৎসব করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। থার্টি ফার্স্ট নাইট কেন্দ্র করে ১২ দফা নির্দেশনা দিয়েছে ডিএমপি।
থার্টি ফার্স্ট নাইট, মাঠে নামল বিজিবি
থার্টি ফার্স্ট নাইটে মানতে হবে যেসব নির্দেশনা

রোববার (৩০ ডিসেম্বর) ঢাকা মহানগরীতে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *