Home রাজনীতি ২ মাসে রাজধানীতে জামায়াতের ৫২৭ নেতা-কর্মী গ্রেফতার
ডিসেম্বর ৩১, ২০২৩

২ মাসে রাজধানীতে জামায়াতের ৫২৭ নেতা-কর্মী গ্রেফতার

রাজধানীতে গত দুই মাসে জামায়াতের ৫২৭ নেতা-কর্মী গ্রেফতার করা হয়েছে। মামলা দেয়া হয়েছে ১৪১টি।

এছাড়া গত দুই দিনে আটক করা হয়েছে তিন জনকে।

শনিবার পাঠানো জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার প্রেরিত এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ২৯ডিসেম্বর বিকাল ৪টা থেকে ৩০ ডিসেম্বর দুপুর ১টা পর্যন্ত ঢাকাজামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের তিন কর্মীকে আটক করা হয়। এছাড়া গত ২৮অক্টোবর থেকে গতকাল ৩০ ডিসেম্বর পর্যন্ত রাজধানীতে জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে ১৪১টি মামলা দেয়া হয়েছে। এসব মামলার বিপরীতে সর্বমোট আটক করা হয় ৫২৭জনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *