Home অপরাধ রামগড়ে পুলিশের হাতে গাঁজাসহ ৩ যুবক আটক
ডিসেম্বর ২৮, ২০২৩

রামগড়ে পুলিশের হাতে গাঁজাসহ ৩ যুবক আটক

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

মাদক উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে রামগড় সোনাইপোল ফরেনার্স চেকপোস্টের সামনে থেকে ২কেজি গাঁজা সহ তিন যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে রামগড় থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফকরুল ইসলাম সঙ্গীয় এসআই (নিঃ) হারুন অর রশিদ, এসআই (নিঃ) সেন্টু চন্দ্র দাস, এএসআই (নিঃ) হবিকুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে ফটিকছড়ির বাগানবাজার ইউপির রামগড় চা বাগানের বাসিন্দা রিপন চন্দ্র দে (২৪), আশিক বণিক (২২) ও পবন মান্দ্রাজী (২৪) কে আটক করা হয়।

এসময় ২ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটর সাইকেল, মাদক বিক্রির নগদ ১ হাজার ১ শত টাকা ও ১টি এ্যান্ড্রয়েট মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণীর ১৯ (ক)/৩৮ ধারায় মামলা রুজু করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *