Home বিনোদন প্লেব্যাকে নোংরা রাজনীতির শিকার হয়েছি আমি: সাবা
ডিসেম্বর ২৮, ২০২৩

প্লেব্যাকে নোংরা রাজনীতির শিকার হয়েছি আমি: সাবা

২০২৩ এ প্লেব্যাকেই বেশি সময় দিয়েছেন সাবরিনা সাবা। তবে নিজের ক্যারিয়ারে নানা পলিটিক্সের শিকারও হয়েছেন তিনি। বেশ অভিযোগের সুরেই বললেন কণ্ঠশিল্পী সাবরিনা সাবা।

বললেন, ‘এমনও হয়েছে ভয়েস দিয়ে এসেছি। পরে আমার ভয়েসটা ডিলিট করে অন্যের ভয়েস নিয়ে রিলিজ হয়েছে। আমাকে জানানোরও প্রয়োজন বোধ করেনি। এগুলো হয়তো অনেক প্রডিউসারও জানেন না। মাঝখানের কিছু মানুষ এগুলো করে থাকে। কখনো প্রতিবাদ করিনি। কারণ আমি জানি প্রতিবাদ করে লাভ হতো না সেসময়। তবে আমি বিশ্বাস করি, এভাবে নোংরা রাজনীতি করে কেউ বেশিদিন টিকে থাকতে পারে না। তবে আমি প্লেব্যাকে নোংরা রাজনীতির শিকার হয়েছি! এমন কিছু ঘটনা আছে যেখানে প্রযোজক সিলেক্ট করে গেছে। আমি ভয়েস দিয়ে এসে সব ফাইনাল। কিন্তু সিনেমা রিলিজের পরে শুনি আরেকজনের কণ্ঠ। তারপরও চলতি বছরে অনেকগুলো প্লেব্যাকে কাজ করলাম আমি।’

‘মার্কস অলরাউন্ডার-২০১০’ প্রতিযোগিতায় চতুর্থ হয়েছিলেন কণ্ঠশিল্পী সাবরিনা সাবা। তারপর থেকে পরিচিতি পেয়েছেন কণ্ঠশিল্পী হিসেবে। বিশেষ করে আসিফের সঙ্গে দ্বৈতকণ্ঠে ‘পৃথিবী অনেক বড়’ গান দিয়ে আলোচনায় আসেন তিনি। এরপর থেকে ধারাবাহিকভাবে একক মৌলিক গান প্রকাশ করে আসছেন এই গায়িকা। গাওয়ার পাশাপাশি কথা-সুরও করেন তিনি।

সম্প্রতি ‘পরাণের সই’ শিরোনামের গানটিতে সাবার সঙ্গে কণ্ঠ দিয়েছেন রাশেদ। কথা ও সুর করেছেন রাশেদুজ্জামান। আর সংগীতায়োজন করেছেন শিবলু মাহমুদ। নতুন বছরের পরিকল্পনা প্রসঙ্গে সাবা বলেন, ‘আমার গায়কী সত্তার প্রতি যথেষ্ঠ আত্মবিশ্বাস রয়েছে। সেই হিসেবে নিজের স্বচ্ছন্দেই প্লেব্যাকে আরো বেশি সময় দিতে চাই। কারণ দারুণ কিছু মুভি হচ্ছে এখন। যেখানে ভালো কাজের সুযোগ রয়েছে। তাই আমি মনে করি যারা আমাকে ঠকানোর চেষ্টা করেছে ঈশ্বর নতুন বছরে ঠিকঠিকই ভালো ভালো কাজ দিয়ে তা বুঝিয়ে দিবেন আমাকে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *