Home সারাদেশ লাইবেরিয়ায় জ্বালানিবাহী ট্যাংকার বিস্ফোরণে নিহত ৪০
ডিসেম্বর ২৮, ২০২৩

লাইবেরিয়ায় জ্বালানিবাহী ট্যাংকার বিস্ফোরণে নিহত ৪০

আফ্রিকা মহাদেশের প্রাচীনতম স্বাধীন প্রজাতান্ত্রিক রাষ্ট্র লাইবেরিয়ায় একটি জ্বালানিবাহী ট্যাংকার বিস্ফোরণে ৪০ জন নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির চিফ মেডিকেল অফিসার ফ্রান্সিস কাতেহ।

রাজধানী মনরোভিয়া থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে টয়োটা শহরের একটি রাস্তার ঢালুতে ট্যাঙ্কারটি উল্টে গেলে এ বিস্ফোররেণর ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্যাঙ্কার থেকে জ্বালানি সংগ্রহের জন্য লোকজন ঘটনাস্থলে যাওয়ার পরপরই বিস্ফোরণ ঘটে।

ডা. কাতেহ বলেছেন, নিহতদের মধ্যে একজন গর্ভবতী নারী রয়েছেন। অধিকাংশ মরদেহ পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় সম্প্রচার মাধ্যম সুপার বনজিস টিভিকে তিনি বলেছেন, মঙ্গলবারের ওই বিস্ফোরণের পর ৮৩ জনেরও বেশি লোক আহত হওয়ার পর হাসপাতালে ভর্তি হয়েছেন।

গুরুতর আহতদের চিকিৎসার জন্য মনরোভিয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে যোগ করেন ডা. কাতেহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *