ভোটকেন্দ্রে নিতে মানুষকে ভয় দেখাচ্ছে সরকার: গণ অধিকার পরিষদ
ভোটকেন্দ্রে নিতে সাধারণ মানুষকে সরকার ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেছে গণ অধিকার পরিষদ (নুরুল হক ও রাশেদ খান)।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কাওরান বাজার মোড়ে এক সংক্ষিপ্ত পথসভায় দলটির নেতারা এসব কথা বলেন।
অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেওয়া এবং আসন্ন ভোট বর্জনের দাবিতে পথসভা করে গণ অধিকার পরিষদ। পথসভা শেষে দলটির নেতা–কর্মীরা কাওরান বাজার এলাকায় গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে প্রচারপত্র বিতরণ করে।
সংক্ষিপ্ত সমাবেশে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, সাধারণ মানুষকে ভোটকেন্দ্রে নিতে ভয়ভীতি দেখাচ্ছে সরকার। ভোটকেন্দ্র না গেলে গরিব ও দুংস্থ মানুষকে বিভিন্ন ভাতা কার্ড বাতিলের হুমকি দিচ্ছে। কিন্তু ভয় দেখিয়ে জনগণকে ভোটকেন্দ্রে নেওয়া যাবে না।
আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে প্রশাসনের একটি মহল তৎপর অভিযোগ করে রাশেদ খান বলেন, ‘প্রশাসনকে বলব, দেশের জনগণের পাশে এসে দাঁড়ান। কারও অবৈধ ক্ষমতার সিঁড়ি হবেন না।’
কোনো আইন করে, দমন–পীড়ন চালিয়ে চলমান আন্দোলন বন্ধ করা যাবে না বলেও মনে করেন গণ অধিকার পরিষদের এই নেতা।
গণ অধিকার পরিষদের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, সরকার আবার একটি ভোট চুরির নির্বাচন করতে যাচ্ছে। ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে গণ অধিকার পরিষদ যেকোনো পরিস্থিতিতে রাজপথে থাকবে।
গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উচ্চতর পরিষদ সদস্য শহিদুল ইসলাম, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ, গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দিন প্রমুখ।