সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় প্রাইভেটকার চালক গ্রেফতার।
খাগড়াছড়ির পানছড়ি সড়কের পোড়াবাড়ি এলাকায় সোমবার একটি প্রাইভেটকারের সাথে অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালক ডা. রাজেন্দ্র ত্রিপুরাকে গ্রেফতার করে মঙ্গলবার জেল হাজতে প্রেরণ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডা. রাজেন্দ্র ত্রিপুরা মাতাল অবস্থায় প্রাইভেটকারটি চালাচ্ছিলেন। তিনি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলে অটোরিকশা চালক নিহত হয়।
খাগড়াছড়ির সিভিলি সার্জন ডা. ছাবের জানান, পানছড়িতে একটি মেডিকেল টিমের সাথে চিকিৎসা কাজ শেষে খাগড়াছড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
পানছড়ি থানার ওসি শফিউল আজম জানান, গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। আহত ডা. রাজেন্দ্র ত্রিপুরা পানছড়ি হাসপাতালে ছিলেন। জনতা হাসপাতাল ঘেরাও করে তাকে গ্রেফতারের দাবি জানায়। রাতে ক্ষতিপূরণের জন্য দফায় দফায় বৈঠক করেও ছাড় পাননি ডা. রাজেন্দ্র। রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ বাদী হয়ে পানছড়ি থানায় মামলা করেছে। মঙ্গলবার সকালে তাকে খাগড়াছড়ি আদালতে প্রেরণ করা হয়েছে।