Home বিনোদন জন্মদিনে সালমান সম্পর্কে জানা–অজানা তথ্য
ডিসেম্বর ২৭, ২০২৩

জন্মদিনে সালমান সম্পর্কে জানা–অজানা তথ্য

আবদুল রশিদ সেলিম সালমান খানের ৫৮তম জন্মদিন আজ। বলিউডের তুমুল জনপ্রিয় তারকা অভিনেতা সালমান খানের জন্মের সময় বিশাল এ নামই রেখেছিলেন তাঁর বাবা সেলিম খান ও মা সুশীলা চরক। প্রিয় তারকা সালমানের অজানা সব হাঁড়ির খবর জানার জন্য আগ্রহের শেষ নেই তাঁর অগণিত ভক্তের। জন্মদিনে সালমান-ভক্তদের জন্য তাঁর সম্পর্কে চমকপ্রদ অজানা কিছু তথ্য।

তুখোড় সাঁতারু
চাইলে সাঁতারু হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতেন সালমান। স্কুলে পড়ার সময় বহুবার সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। ভারতের প্রতিনিধি হিসেবে তিনি দেশের বাইরেও সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

সালমানের কুসংস্কার
সব সময় হাতে ফিরোজা রঙের পাথর বসানো ব্রেসলেট পরেন সালমান। বাস্তব জীবনের পাশাপাশি ছবিতে অভিনয়ের সময়ও পারতপক্ষে হাত থেকে ব্রেসলেট খোলেন না তিনি। শুধু সালমানই নন, তাঁর বাবা সেলিম খানও সব সময় একই রকমের ব্রেসলেট পরে থাকেন। এই ব্রেসলেটকে সৌভাগ্যের প্রতীক বলেই মনে করেন তাঁরা।

‘বিগ বস ওটিটি’র সঞ্চালক সালমান খান
‘বিগ বস ওটিটি’র সঞ্চালক সালমান খানটুইটার থেকে

‘বাজিগর’ ছবির প্রস্তাব ফিরিয়েছিলেন সালমান

নব্বইয়ের দশকের সাড়া জাগানো ‘বাজিগর’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল সালমানকে। কিন্তু নেতিবাচক চরিত্র হওয়ায় প্রস্তাবটি ফিরিয়ে দেন তিনি। আব্বাস-মাস্তান পরিচালিত ক্রাইম-থ্রিলার ঘরানার ছবিটিতে পরে অভিনয় করেন শাহরুখ খান। ছবিটিতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন শাহরুখ। তাঁকে বলিউডে শক্ত একটি আসন গাড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ‘বাজিগর’।

ভোজনরসিক সালমান

২০০৯ সালে মুক্তি পাওয়া ‘লন্ডন ড্রিমস’ ছবির শুটিংয়ের কাজে লন্ডনে থাকার সময় স্থানীয় খাবার খেতে খেতে হাঁপিয়ে উঠেছিলেন সালমানসহ ছবির দলের সব সদস্য। এ অবস্থায় সবাই মিলে বিরিয়ানি খাওয়ার জন্য নিজের বাবুর্চিকে লন্ডনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিলেন সালমান। চাইনিজ খাবার খেতে খুবই পছন্দ করেন খান সাহেব। তাঁর সবচেয়ে পছন্দের রেস্তরাঁ মুম্বাইয়ের চায়না গার্ডেন।

খালি পায়ে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন সালমান

জুতার ব্র্যান্ডের দূতিয়ালির দায়িত্ব পালন করলেও বাড়িতে খালি পায়ে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন বলিউডের অন্যতম প্রভাবশালী এ তারকা অভিনেতা।

গাড়িপ্রেমিক সালমান

গাড়ি চলাতে খুবই পছন্দ করেন সালমান। বিএমডব্লিউ, মার্সিডিজ এবং ল্যান্ড ক্রুজার গাড়ির প্রতি তাঁর বিশেষ দুর্বলতা রয়েছে।

সালমান খান
সালমান খানফেসবুক থেকে

প্রাকৃতিক উপাদান থেকে তৈরি সাবান

প্রাকৃতিক উপাদান থেকে তৈরি সাবান ব্যবহার করেন সালমান। বিশেষ করে ফলের নির্যাস থেকে তৈরি সাবানই তাঁর বেশি পছন্দ। প্রাকৃতিক উপাদান থেকে তৈরি হরেক রকমের সাবান রয়েছে তাঁর স্নানঘরে।

নিয়মিত রক্তদান করেন সালমান

নানা ধরনের দাতব্য কাজে সালমানের সক্রিয় সম্পৃক্ততা প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। অনেক দিন থেকেই নিজের দাতব্য সংস্থা বিয়িং হিউম্যানের মাধ্যমে জনকল্যাণমূলক বিভিন্ন কাজ করে মানুষের মাঝে ভালোবাসা বিলিয়ে দিচ্ছেন ‘ম্যায়নে পেয়ার কিয়া’ তারকা সালমান। শুধু তা-ই নয়, নিয়মিত রক্তদান কর্মসূচিতেও অংশ নেন তিনি।

প্লেব্যাক গায়ক সালমান

১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘হ্যালো ব্রাদার’ ছবিতে ‘চান্দি কি ডাল পার’ গানের মাধ্যমে প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন সালমান। ২০১১ সালে মুক্তি পাওয়া বক্স অফিসে ঝড় তোলা ছবি ‘বডিগার্ড’-এর টাইটেল গানেও কণ্ঠ দিয়েছিলেন তিনি।

প্রাচীন-প্রিয়

সালমানের প্রিয় অভিনেতা-অভিনেত্রীদের তালিকায় এ প্রজন্মের কোনো তারকার নাম নেই। তাঁর সবচে পছন্দের অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন। আর পছন্দের অভিনেত্রীদের তালিকায় শীর্ষে আছে হেমা মালিনির নাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *