Home দেশ-বিদেশের যু্দ্ধ গাজায় ২৪ ঘণ্টায় অন্তত ২৫০ ফিলিস্তিনি নিহত
ডিসেম্বর ২৬, ২০২৩

গাজায় ২৪ ঘণ্টায় অন্তত ২৫০ ফিলিস্তিনি নিহত

গত ২৪ ঘণ্টায় অন্তত ২৫০ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার (২৫ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অন্তত ২৫০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময় অন্তত আরো ৫০০ জন আহত হয়েছে। তাদের নিয়ে এ পর্যন্ত নিহতের সংখ্যা ২০ হাজার ৬৪৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ৫৪ হাজার ৫৩৬ জন আহত হয়েছে।

এদিকে, ইসরাইলি সেনাবাহিনী ও ইসরাইলি সামাজিক নিরাপত্তা সংস্থার প্রতিবেদনের সূত্রে আল জাজিরা আরো জানিয়েছে, গাজা যুদ্ধে ১৪০০ ইসরাইলি নাগরিক নিহত হয়েছে। এছাড়া আরো ৮ হাজার ৭৩০ জন আহত হয়েছে। আর স্থল অভিযান শুরু হওয়ার পর থেকে অন্তত ১৫৭ সেনা নিহত হয়েছে।

তবে হামাসের সিনিয়র নেতা ইয়াহিয়া সিনওয়ার জানিয়েছেন, গাজা যুদ্ধে ইসরাইলের হাজারের অধিক সেনা নিহত হয়েছে। কিন্তু ইসরাইলের সামরিক বাহিনী সঠিক তথ্য লুকিয়ে রেখেছে।

সূত্র : আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *