যুদ্ধে ইসরায়েলকে ‘চড়া মূল্য’ দিতে হচ্ছে: নেতানিয়াহু
অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধে ইসরায়েলকে চড়া মূল্য দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেন, তাদের যুদ্ধ চালানো ছাড়া কোনো উপায় নেই। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে ১৪০০ ইসরায়েলি নাগরিক প্রাণ হারায় জবাবে গাজা উপত্যকায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। বিমান হামলা ও স্থল অভিযানে ১৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ২৫ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। সামরিক হতাহত এড়াতে বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছিল। ২২ নভেম্বর মধ্যস্থতাকারী কাতার জানায়, বেশ কিছু শর্ত মেনে দুই পক্ষ রাজি হয়েছে। দুই দফায় বাড়া সেই যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকেই গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল।
বিমান হামলার পাশাপাশি গাজার বিভিন্ন এলাকায় স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল। তবে স্থল অভিযানে তাদের ভালোই বেগ পেতে হচ্ছে। বিভিন্ন সুড়ঙ্গ থেকে তাদের ওপর হামলা চালাচ্ছে হামাস। শুক্রবার থেকে দুই দিনের ১৪ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১৫৪ জন ইসরায়েলি সেনা যুদ্ধে প্রাণ হারিয়েছে।
বিবিসি বলছে, গত শনিবার ছিল গাজা যুদ্ধে ইসরায়েলে সামরিক বাহিনীর জন্য সবচেয়ে মারাত্মক ও প্রাণঘাতী দিনগুলোর মধ্যে একটি।