ছুটিতে এসে নৌকায় ভোট চাইছেন অডিট কর্মকর্তা
ঢাকা থেকে ছুটিতে এলাকায় এসে নৌকার পক্ষে ভোট চেয়ে বেড়াচ্ছেন প্রতিরক্ষা অডিট অধিদপ্তরের নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তা রেজাউল করিম। রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের নৌকার প্রার্থী আবদুল ওয়াদুদ দারার পক্ষে তিনি ভোট চেয়ে প্রচারণায় অংশ নিচ্ছেন। সেই সঙ্গে তিনি প্রার্থীর পক্ষে বিভিন্ন সভা-সমাবেশেও যোগ দিচ্ছেন।
পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের বাসিন্দা রেজাউল করিম শনিবার রাতে পুঠিয়ার ভাড়ারা এলাকায় নৌকার নির্বাচনি কার্যালয়ে এক সভায় অংশ নেন। নৌকার প্রার্থীর নির্বাচনি এজেন্ট ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সামাদ সভায় তাকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এর একটি ভিডিও পাওয়া গেছে।
ওই ভিডিওতে আবদুস সামাদ বলেন, ‘আমি আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে সফরসঙ্গী হিসাবে এসেছেন, উনি একজন ডিফেন্সের কর্মকর্তা। ডিফেন্স অর্থাৎ ডিফেন্সের হিসাব কর্মকর্তা। মানে অডিট, উনি অডিট কর্মকর্তা। একটি উপজেলায় অডিটের কর্মকর্তা থাকে না? ওই রকম উনি সারা বাংলাদেশের সেনাবাহিনীদের অডিট করেন। আমাদের সাবেক ছাত্রলীগের নেতা ছিলেন উনি। উনার বাড়ি হলো সাতবাড়িয়া, মোল্লাপাড়ার পাশে, শিলমাড়িয়া ইউনিয়নে। উনি ঢাকায় থাকেন। উনি (রেজাউল করিম) এই নির্বাচনের জন্য এলাকায় চলে এসেছেন। এলাকায় শ্রম দিচ্ছেন।’
এ বিষয়ে আবদুস সামাদ বলেন, ‘রেজাউল করিম ছুটিতে এসেছেন। আমার সঙ্গে বেড়াতে এসেছিলেন।’
রেজাউল করিম বলেন, ‘সামাজিকতা রক্ষার জন্য আমি প্রোগ্রামে গিয়েছি। এটা আচরণবিধির লঙ্ঘন তা আমি জানতাম না। এখন থেকে আর যাব না।’
রাজশাহী-৫ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম নূর হোসেন নির্ঝর বলেন, ‘সরকারি কর্মকর্তা কোনোভাবেই প্রচার-প্রচারণায় অংশ নিতে পারবেন না। এটা আচরণবিধির লঙ্ঘন। কোনো ছবি বা ভিডিও পেলে আমি ব্যবস্থা নেব।’
প্রতিরক্ষা অডিট অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা তাসনিমা পারভীন বলেন, ‘এ রকম হয়ে থাকলে বিধিবিধান দেখে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।’