ব্লুটুথ অরাকাস্ট: আনলিমিটেড ডিভাইসে পৌঁছুবে অডিও
ভেবে দেখুন অডিটোরিয়ামে বসে আছেন। সামনে একটি স্পিকারে অডিও শোনার সুযোগ। কিন্তু ভেবে দেখুন, এই একটি স্পিকার থেকেই সবাই শুনতে পাচ্ছেন স্পষ্ট; যে প্রান্তেই হোক না কেন ঠিকই শুনছেন। শুধু তাই নয়, অডিটোরিয়ামে বিভিন্ন দেশের মানুষ তাদের নিজের দেশের ভাষায় অডিও শুনছেন। সায়েন্স ফিকশনের মতো এই ঘটনাই তো সম্ভব করছে অরাকাস্ট।
ব্লুটুথ অরাকাস্টের মাধ্যমে একটি রিসিভার একাধিক অডিও এভাবেই স্ট্রিম করতে দেবে৷ অরাকাস্ট একটি ব্লুটুথ ফাংশনালিটি। এই ফাংশনের মাধ্যমে এখন সহজেই অসংখ্য ডিভাইসে অডিও শেয়ার করা যাবে।
সবচেয়ে মজার বিষয়, যারা অডিও শুনবেন তারা সিলেক্ট করতে পারবেন কোন স্ট্রিমটি তারা নেবেন। প্রযুক্তিগত এই সক্ষমতা মূলত ব্লুটুথ লো দ্বারা চালিত। এই প্রযুক্তি ২০২২ সালে প্রথম আবিষ্কৃত হয়। অরাকাস্টের মতো প্রযুক্তি এখন এয়ারপোর্ট বা জনসমাগম হয় এমন জায়গায় যোগাযোগ প্রতিষ্ঠায় সাহায্য করবে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস