Home বিনোদন শাকিবকে ‘টম ক্রুজ’ বললেন কোর্টনি কফি
ডিসেম্বর ২৪, ২০২৩

শাকিবকে ‘টম ক্রুজ’ বললেন কোর্টনি কফি

প্রথমবারের ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। ‘রাজকুমার’ শিরোনামে এ ছবিটির শুটিং করতে ঢাকায় এসেছিলেন তিনি। কয়েকদিনের শুটিং শেষে আবারও ফিরে যান যুক্তরাষ্ট্রে। সম্প্রতি এক ভিডিও বার্তায় ‘রাজকুমার’ সিনেমাতে শাকিব খানের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন কোর্টনি।

শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা দুর্দান্ত জানিয়ে কোর্টনি বলেন, ‘শাকিব খান বাংলাদেশের ‘টম ক্রুজ’, এটা নিশ্চিত। সে কাজের প্রতি খুবই ডেডিকেটেড এবং প্রফেশনাল।

সহশিল্পী হিসেবে একদমই পারফেক্ট। শুটিংয়ে সে খুবই মজার মানুষ। সবকিছু মিলিয়ে তার সঙ্গে কাজের অভিজ্ঞতা একদম পারফেক্ট।’

এছাড়া অভিনেত্রী জানান, বাংলাদেশে এসে তার ফুচকা, মিষ্টি, রসগোল্লা, মাছ এসব বেশ ভালো লেগেছে। দেশে ফিরে যাওয়ার সময় নিউ মার্কেট থেকে আট জোড়া জুতা ও কিছু চাদর কিনে নিয়ে গেছেন তিনি।

সেইসঙ্গে এও জানান, বড়দিনে এগুলো বাংলাদেশি উপহার হিসেবে ব্যবহার করবেন।

আরশাদ আদনান প্রযোজিত ‘রাজকুমার’ সিনেমাটি পরিচালনা করছেন হিমেল আশরাফ। ঢাকায় কয়েক দিন শুটের পর এখন ছবিটির শুটিং চলছে পাবনায়। নতুন বছরের শুরুতে বাকি অংশের শুটিং হবে যুক্তরাষ্ট্রে এরপর ২০২৮ সালের ঈদে মুক্তি পাবে বিগ বাজেটের এ সিনেমাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *