‘পুলসিরাত’-এ বুবলী
নতুন খবর দিলেন শবনম বুবলী। ‘পুলসিরাত’ নামে নতুন সিনেমায় যুক্ত হলেন তিনি। শনিবার (২৩ ডিসেম্বর) সামাজিকমাধ্যমে বিষয়টি জানিয়েছেন চিত্রনায়িকা নিজেই। ফেসবুকে বুবলী লেখেন, আমার নতুন ছবি ‘পুলসিরাত’। সবাই আমার জন্য দোয়া করবেন।
জানা গেছে, সিনেমাটি পরিচালনা করবেন রাখাল সবুজ; কাহিনি-চিত্রনাট্য সাজিয়েছেন আনন জামান।
চলচ্চিত্রটির বিষয়ে সংবাদমাধ্যমকে বুবলী বলেন, ‘পুলসিরাত’ একটি ভালো গল্পের ছবি হবে। শুটিং শুরু হবে নতুন বছরের শুরুতে। এ সিনেমা সংশ্লিষ্ট-পরিচালক থেকে শুরু করে পুরো টিমকে দারুণ লেগেছে। কেননা তারা থিয়েটারের মানুষ। তারা যখন ছবি নিয়ে কাজ করেন, তখন সব কিছুর পরিকল্পনা অন্যরকম হয়, যেটা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য অনেক ইতিবাচক। আশা করছি ‘পুলসিরাত’ ভালো একটি সিনেমা হবে। এ সিনেমার জন্য শিগগিরই প্রস্তুতি নেব।
‘পুলসিরাত’-এ বুবলী
পরমব্রতের বিয়ের বিষয়ে কী বললেন স্বস্তিকা
বর্তমানে বুবলীর হাতে রয়েছে ‘তুমি যেখানে আমি সেখানে’, ‘খেলা হবে’সহ কিছু সিনেমা। এ ছাড়াও ব্যস্ত আছেন ‘মায়া দ্য লাভ’ সিনেমার কাজে। ছবিটি পরিচালনা করছেন জসিম উদ্দিন জাকির। এতে বুবলীর বিপরীতে আছেন জিয়াউল রোশান।