Home খেলা আইপিএলের কারণে বাংলাদেশের যে ম্যাচগুলো খেলতে পারবেন না মোস্তাফিজ
ডিসেম্বর ২৪, ২০২৩

আইপিএলের কারণে বাংলাদেশের যে ম্যাচগুলো খেলতে পারবেন না মোস্তাফিজ

একমাত্র বাংলাদেশি হিসেবে আগামী আইপিএলে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। দুই কোটি রুপিতে এই বাঁহাতি পেসারকে কিনেছে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস। তবে আগামী ২২ মার্চ শুরু হয়ে ২৬ মে শেষ হতে যাওয়া আইপিএলের পুরোটা সময়ের জন্য মোস্তাফিজকে পাচ্ছে না চেন্নাই।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস প্রথম আলোকে জানিয়েছেন, ২২ মার্চ থেকে ১২ মে পর্যন্ত মোট ৫১ দিনের জন্য মোস্তাফিজকে ছুটি দেওয়া হয়েছে। আইপিএলের সময় ঘরের মাঠে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের কথা ভেবেই বিসিবির এ সিদ্ধান্ত।

মার্চ মাসে শ্রীলঙ্কা সিরিজে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ। পরের মাসেই জিম্বাবুয়ে আসবে বাংলাদেশে। ২টি টেস্ট ও ৫টি টি-টোয়েন্টি ম্যাচ আছে সে সিরিজে। দুই দলের বিপক্ষেই টেস্ট সিরিজ দুটিতে মোস্তাফিজ থাকবেন না, তবে সাদা বলের ম্যাচগুলোয় মোস্তাফিজকে পাওয়া যাবে বলে জানিয়েছেন জালাল ইউনুস, ‘আমরা তাকে ৫১ দিনের ছুটি দিয়েছি। আইপিএল তো আরও লম্বা। এ সময় আমাদের খেলাগুলো খেলবে সে।’

চিপক স্টেডিয়ামের কারণেই চেন্নাইয়ে মোস্তাফিজ

চিপক স্টেডিয়ামের কারণেই চেন্নাইয়ে মোস্তাফিজ

মোস্তাফিজের মতো লম্বা ছুটি পেলে হয়তো আইপিএল খেলতে পারতেন জাতীয় দলের অন্য দুই পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। কিন্তু দুজনই তিন সংস্করণের নিয়মিত মুখ। তাই বোর্ড তাঁদের লম্বা সময়ের ছুটি দিতে চায়নি। সঙ্গে চোটের দুশ্চিন্তাও আছে।

জালাল ইউনুসই বললেন, ‘তাসকিন ও শরীফুলকে না দেওয়ার কারণ হচ্ছে, তাদের চোট। তাসকিন কিন্তু এখনো অনুশীলন করছে। সে বলছে, সে প্রায় ফিট। এই দুজনই কিন্তু চোটপ্রবণ খেলোয়াড়। আপনারা জানেন, বিশ্বকাপে সে কিন্তু শতভাগ ফিট ছিল না। ৫০ ভাগ ফিটনেস নিয়ে সে খেলেছিল। কিন্তু বিশ্বকাপ বলে…তারপরও আমরা তাকে ম্যানেজ করে খেলিয়েছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *