Home বিনোদন ঢাকার এই তরুণের বানানো পোস্টার শেয়ার করেছেন শাহরুখ, কী আছে পোস্টারে
ডিসেম্বর ২৩, ২০২৩

ঢাকার এই তরুণের বানানো পোস্টার শেয়ার করেছেন শাহরুখ, কী আছে পোস্টারে

বলিউড তারকা শাহরুখ খানের সিনেমা দেখে বেড়ে উঠেছেন ঢাকার তরুণ সৈয়দ মাহাদি রহমান। ‘রাওয়ান’, ‘মাই নেম ইজ খান’ থেকে ‘চাক দে ইন্ডিয়া’ কিংবা ‘ফ্যান’—শাহরুখের সিনেমা বারবার দেখেছেন মাহাদি।
প্রিয় অভিনেতার প্রতি জমানো ভালোবাসা থেকে ‘জওয়ান’, ‘পাঠান’ ও ‘ডানকি’ সিনেমার পোস্টার ডিজাইন করেছেন শাহরুখের এই পাঁড়ভক্ত। ২০২২ সালের ৭ মে ‘ডানকি’ সিনেমার আলোচিত পোস্টারটি এক্সে (টুইটার) প্রকাশ করেছিলেন মাহাদি; ‘ফ্যানমেড’ পোস্টারটি এক্স ছাপিয়ে ফেসবুক, ইনস্টাগ্রামেও ছড়িয়ে পড়ে।

মাহাদি রহমানের বানানো পোস্টারটি গত ২১ ডিসেম্বর এক্সে (টুইটার) শেয়ার করেছেন শাহরুখ খান
মাহাদি রহমানের বানানো পোস্টারটি গত ২১ ডিসেম্বর এক্সে (টুইটার) শেয়ার করেছেন শাহরুখ খানছবি: শাহরুখ খানের এক্স থেকে

‘ডানকি’ মুক্তি দিনে বৃহস্পতিবার মাহাদির পোস্টারটি নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে শেয়ার করেন শাহরুখ খান। এক্সে শাহরুখ খানের প্রায় সাড়ে ৪ কোটির মতো অনুসারী রয়েছেন; ভারত থেকে দুবাই—বিশ্বের নানা প্রান্ত থেকে শাহরুখের অনুরাগীরা পোস্টারটির প্রশংসা করছেন।
প্রিয় অভিনেতার এক্স অ্যাকাউন্টে নিজের পোস্টার দেখে আপ্লুত মাহাদি গত বৃহস্পতিবার ফেসবুক লিখেছেন, ‘আমার কান্না আসছে (শাহরুখ খান আমার ডিজাইন করা পোস্টার শেয়ার করেছেন)।’
আজ শনিবার দুপুরে প্রথম আলোর সঙ্গে আলাপকালে মাহাদি বলেন, ‘এক্সে (টুইটার) স্ক্রল করতে করতে হঠাৎ নজরে আসে, শাহরুখ খান আমার পোস্টার শেয়ার করেছেন। কী যে আনন্দিত হয়েছি, ভাষায় প্রকাশ করতে পারছি না।’
ঢাকার মিরপুর ১২-তে জন্ম ও বেড়ে ওঠা মাহাদির, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের মিরপুর ক্যাম্পাসে উচ্চমাধ্যমিকের প্রথম বর্ষে পড়াশোনা করছেন ১৮ বছর বয়সী মাহাদি।

সৈয়দ মাহাদি রহমানছবি: মাহাদির সৌজন্যে

‘রাওয়ান’ দেখার পর শাহরুখ খানের ভক্ত হয়ে যান মাহাদি। শাহরুখ খানের বেশির ভাগ সিনেমা দেখেছেন; তবে তাঁর প্রিয় সিনেমার তালিকায় রয়েছে—‘মাই নেম ইজ খান’, ‘চাক দে ইন্ডিয়া’ ও ‘ফ্যান’।
‘শাহরুখ খানের ব্যক্তিত্ব, চিন্তাভাবনা আমার খুব ভালো লাগে। অন্য নায়কেরা শুধু অভিনয় করেন, উনি অভিনয়ের পাশাপাশি সিনেমার ভিএফএক্স থেকে শুরু করে সিনেমার ফ্রেম ঠিকঠাক আছে কি না, সেটাও মাথায় রাখেন।’ যোগ করলেন মাহাদি রহমান।
২০১৮ সালে ইউটিউব দেখে পোস্টার বানানো শিখেছেন মাহাদি। তাঁর ডিজাইন করা পোস্টারের তালিকায় শাহরুখের পোস্টারই বেশি। ‘পাঠান’–এর ৫০টি, ‘জওয়ান’–এর ১০টি ও ‘ডানকি’র ৫টি পোস্টার ডিজাইন করেছেন তিনি।

২০২২ সালের ৭ মে ‘ডানকি’ সিনেমার আলোচিত পোস্টারটি এক্সে (টুইটার) প্রকাশ করেছিলেন মাহাদি, পরে সেটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে
২০২২ সালের ৭ মে ‘ডানকি’ সিনেমার আলোচিত পোস্টারটি এক্সে (টুইটার) প্রকাশ করেছিলেন মাহাদি, পরে সেটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ছবি:

এর মধ্যে ডানকি’র ‘ফ্যানমেড’ পোস্টারটি বেশ আলোচিত হয়েছে। কোন ভাবনা থেকে এটি ডিজাইন করেছেন?—মাহাদি বলেন, ‘এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ নিয়ে এগিয়েছে সিনেমার গল্প। ফলে পোস্টারে ভ্রমণের বিষয়টি রাখতে চেয়েছিলাম। সেই ভাবনা থেকেই শাহরুখের মাথার ওপর গাছপালা, পাখি—এসব রেখেছি।’
রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’ বাংলাদেশেও মুক্তি পেয়েছে। এতে শাহরুখ খান ছাড়াও তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানিসহ আরও অনেকে অভিনয় করেছেন।
এর আগে ২০২২ সালে মেহেদির ডিজাইন করা একটি পোস্টার বাঁধাই করে শাহরুখ খানের হাতে তুলে দিয়েছিল শাহরুখ খান চেন্নাই ফ্যান ক্লাব। সেই পোস্টার নিয়ে মাহাদি বলেন, শাহরুখ খানের তিন সিনেমা পাঠান, জওয়ান ও ডানকির তিন চরিত্র নিয়ে পোস্টারটি করেছিলেন।

২০২২ সালে মেহেদির ডিজাইন করা আরেকটি পোস্টার বাঁধাই করে শাহরুখ খানের হাতে তুলে দিয়েছিল শাহরুখ খান চেন্নাই ফ্যান ক্লাব
২০২২ সালে মেহেদির ডিজাইন করা আরেকটি পোস্টার বাঁধাই করে শাহরুখ খানের হাতে তুলে দিয়েছিল শাহরুখ খান চেন্নাই ফ্যান ক্লাবছবি: মাহাদির সৌজন্যে

বলিউড বাদশাহের দরবারে মাহাদির পোস্টার পৌঁছালেও তাঁর সঙ্গে এখনো সাক্ষাতের সৌভাগ্য হয়নি মাহাদির। অনুরাগী হিসেবে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে চান; আর সুযোগ পেলে শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলি এন্টারটেইনমেন্টে কাজের স্বপ্ন দেখেন মাহাদি। এর আগে মাহাদির ডিজাইন করা ‘ফ্যানমেড’ পোস্টার বলিউডের নির্মাতা করণ জোহর ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন।

মাহাদির ডিজাইনে ‘পাঠান’ সিনেমার পোস্টার ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছিলেন করণ জোহর
মাহাদির ডিজাইনে ‘পাঠান’ সিনেমার পোস্টার ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছিলেন করণ জোহরছবি: নির্মাতার ইনস্টাগ্রাম থেকে

শুধু ‘ফ্যানমেড’ পোস্টারই নয়, ঢাকার ‘শান’ সিনেমার অফিশিয়াল পোস্টার ডিজাইন করেছেন তিনি। ‘মিশন এক্সট্রিম’ সিনেমার প্রচারণায় ব্যবহৃত পোস্টারও করেছেন। পোস্টার ডিজাইনের পাশাপাশি সিনেমাটোগ্রাফি, সম্পাদনা ও নির্মাণেও আগ্রহ রয়েছে তাঁর। আগামী বছর একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে হাত দিতে চান এই তরুণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *