Home দেশ-বিদেশের যু্দ্ধ গাজা যুদ্ধ যেনো শিশুদের বিরুদ্ধে যুদ্ধ: ইউনিসেফ
ডিসেম্বর ২১, ২০২৩

গাজা যুদ্ধ যেনো শিশুদের বিরুদ্ধে যুদ্ধ: ইউনিসেফ

জাতিসংঘের অঙ্গ সংগঠন ইউনিসেফের মুখপাত্র জেমস অ্যাল্ডার বলেছেন, গাজা যুদ্ধ স্পষ্টত শিশুদের বিরুদ্ধে যুদ্ধ।

ইউনিসেফের মুখপাত্র জেমস অ্যাল্ডার বলেছেন, “স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী গাজা উপত্যাকায় ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা উনিশ হাজারে পৌঁছেছে এবং তাদের মধ্যে ৪০ ভাগই শিশু। এত বিপুল সংখ্যক শিশু নিহত হওয়ার কারণেই ইউনিসেফ এই যুদ্ধকে শিশুদের বিরুদ্ধে যুদ্ধ বলে অভিহিত করেছে।

গাজা উপত্যকায় আবাসিক বাড়ি এবং চিকিৎসা কেন্দ্রে বোমাবর্ষণ অনবরত চলছেই এমনকি তা কয়েক ঘণ্টার জন্যও থামছে না।

গাজা যুদ্ধের ৭৫তম দিনেও তেল আবিবের অবৈধ সরকার গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনিসের পূর্ব এবং দক্ষিণ-পূর্বে আবারো ভয়াবহ বিমান হামলা চালিয়ে বর্বরোচিত হত্যাযজ্ঞ চালিয়েছে।

গাজা উপত্যকার দক্ষিণে অবস্থিত খান ইউনিস শরণার্থী শিবিরে”হামদান” পরিবারের একটি আবাসিক বাড়িতে বর্বর ইসরাইলি বাহিনীর সর্বশেষ হামলায় আরও ১৪ ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

ইউনিসেফ মুখপাত্র বলেন, এই যুদ্ধ আরও কয়েক দিন বা সপ্তাহ চলতে থাকলে অবহেলা বা অসুস্থতার কারণে আরো অনেক শিশু মারা যাবে। এখন যুদ্ধবিরতিই একমাত্র পথ যা মানুষকে নানা রোগ বা অনাহারে মারা যাওয়া থেকে বিরত রাখতে পারে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *