Home সারাদেশ ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে আগুন নাশকতা নয়: রেলওয়ে পুলিশ
ডিসেম্বর ২১, ২০২৩

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে আগুন নাশকতা নয়: রেলওয়ে পুলিশ

ঢাকার কমলাপুর থেকে বুধবার সন্ধ্যায় জামালপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া ব্রহ্মপুত্র এক্সপ্রেসের আগুন নাশকতা নয় বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ। পুলিশ জানায়, পাওয়ার কারের সাইলেন্সার পাইপে নির্গত ধোঁয়া থেকে আগুন ধরেছে এবং তাৎক্ষণিকভাবেই বোতলের পানি দিয়ে তা নেভানো হয়েছে। এটি কোনো নাশকতা নয়। এটি একটি দুর্ঘটনা।

ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কারের সাইলেন্সার পাইপের ওপরে একটা পাটের বস্তা ছিল। এতে পাইপটি দিয়ে ধোঁয়া বেরোতে বাধা পাচ্ছিল। পরে ধীরে ধীরে ওই বস্তায় আগুন লেগে যায়। বিষয়টি তাৎক্ষণিক টের পেয়ে রেলওয়ে পুলিশ ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনটি দাঁড় করিয়ে বোতলের পানি দিয়ে আগুন নেভায়। এ সময় চটের বস্তাটি রেললাইনের বাইরে ফেলে দিয়ে ট্রেনটি জামালপুরের উদ্দেশে ছেড়ে যায়।

ঘটনাটি নাশকতা কি না, জানতে চাইলে রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘এটা আমার কাছে নাশকতা মনে হয়নি। এটি নাশকতার কোনো ঘটনা নয়। সাইলেন্সারের পাইপ থেকে নির্গত ধোঁয়া বস্তায় বাধাগ্রস্ত হওয়ায় আগুন লেগেছিল। পরে তাৎক্ষণিক নেভানো হয়েছে। এতে কোনো হতাহত নেই।’

এর আগে গত সোমবার রাতে ১১টার দিকে নেত্রকোনা থেকে মোহনগঞ্জ এক্সপ্রেস নামের একটি ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে এসেছিল। মঙ্গলবার ভোর পৌনে পাঁচটার দিকে ট্রেনটি যখন ঢাকার বিমানবন্দর স্টেশন এলাকায়, তখনই সেটিতে আগুন দেওয়া হয়। এতে পুরোপুরি পুড়ে যায় তিনটি বগি। একটি বগি থেকে উদ্ধার হয় চারজনের লাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *