Home বিনোদন দেশের কোথায় দেখা যাবে ‘ডানকি’?
ডিসেম্বর ২১, ২০২৩

দেশের কোথায় দেখা যাবে ‘ডানকি’?

বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত সিনেমা ‘ডানকি’। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) মুক্তি পেয়েছে ছবিটি। এদিন সন্ধ্যায় বাংলাদেশের সিনেমা হলেও মুক্তি পায় চলচ্চিত্রটি।

বাংলাদেশে ‘ডানকি’ সিনেমাটি আমদানি করছে প্রযোজনা প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মস ও অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। বুধবার (২০ ডিসেম্বর) অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন জানিয়েছেন, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরের পর থেকে অনলাইনে মিলবে ‘ডানকি’ সিনেমার টিকিট।

দেশের ৪৬টি প্রেক্ষাগৃহে দেখা যাবে ছবিটি। যেসব হলে ‘ডানকি’ চলবে যেগুলো হলো স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখা, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, শ্যামলী সিনেমা হল, মনিহার, বিজিবি অডিটোরিয়াম, মধুমিতা, সিলভার স্ক্রিন, লিবার্টি সিনেমা, রাজ তিলক, সিনেস্কোপ, গ্র্যান্ড মুভি থিয়েটার-সিলেট, রুটস সিনেক্লাব, নিউ গুলশান, জয় সিনেমাস, মধুবন, চিত্রামহল, ম্যাজিক মুভি থিয়েটার, সুগন্ধ সিনেমা হল, শঙ্খ সিনেমা হল, নিউ মেট্রো সিনেমা, ছায়াবাণী, মম ইন সিনেমা হল, সেনা অডিটরিয়াম, রূপকথা সিনেমা হল, শাপলা সিনেমা, উল্কা, চাঁদমহল, রাজ সিনেমা, মডার্ন সিনেমা, তামান্না সিনেমা, স্বপ্নিল সিনেপ্লেক্স, নবিন সিনেমা, ঝুমুর সিনেমা, পান্না সিনেমা, অভিরুচি, বনলতা, চন্দ্রিমা, নন্দিতা সিনেমা, সাবা সোহানা সিনেপ্লেক্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *