Home নির্বাচন ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কেন্দ্র বানানো নিয়ে নিহত ১
ডিসেম্বর ২০, ২০২৩

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কেন্দ্র বানানো নিয়ে নিহত ১

হুমায়ুন কবির,ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহে সিরতা ইউনিয়নে কেন্দ্র বানানো নিয়ে ঘটনায় চাচা ভাতিজার দ্বন্ধে একজন নিহত ।
ময়মনসিংহ সদরের সিরতা ইউনিয়নে নির্বাচনী প্রচারণা কেন্দ্র বানানো নিয়ে চাচা ভাতিজার দ্বন্ধে একজন নিহত । উভয় পক্ষই স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আমিনুল হক শামীমের ট্রাক প্রতীকের কেন্দ্র বানানোর জন্য ঝগড়া জড়িয়ে এ হত্যাকান্ড ঘটে। নিহতের নাম রফিকুল ইসলাম। তিনি সিরতা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চর ভবানরপুর কোনাপাড়ার বাসিন্দা। তার পিতা মৃত নুর হোসেন। মঙ্গলবার ১৯ ডিসেম্বর রাত অনুমান পৌনে ৮ টায় কোনাপাড়া হুতার বাড়ির মোড় আইনুদ্দিনের দোকানের সামনে নির্বাচনী ক্যাম্প নিয়ে আসাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান। এ ঘটায় নিহতের মেয়ে রিক্তা বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা নং ৩২(১২) ২০২৩ দায়ের হয়েছে। মামলায় ৪ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামী করা হয়েছে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে মর্জিনা নামে এজাহার নামীয় একজনকে গ্রেফতার করেছে।
স্থানীয়রা জানান, জাতীয় সংসদ নির্বাচনে সদর আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আমিনুল হক শামীমের ট্রাক প্রতীকের নির্বাচনী প্রচারনা কেন্দ্র বানানোকে কেন্দ্র করে রফিকুল ইসলাম তার আপন ছোট ভাই ফারুক (৪০) বড় ভাইয়ের ছেলে রাজু (২৮), সাজুর (২৫) তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে।এক পর্যায়ে তাদের মাঝে কিল ঘুষাঘুষি ও তাদের হাতে থাকা মোবাইল দিয়ে মারামারির ঘটনা ঘটে । একপর্যায়ে রফিকুল ইসলাম মাটিতে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়লে তাকে হাসপাতালে আনার পথেই মৃত্যুবরণ করেন। ডাক্তার মৃত ঘোষণা করেন। অপর একটি সুত্রমতে, নিহত রফিকুল ইসলামের সাথে তার ভাতিজাদের আগে থেকেই বাড়ীর জমি নিয়ে বিবাদ রয়েছে। কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন বলেন এ ঘটনায় রাতেই মামলা হয়েছে। পুলিশ এজাহার নামীয় একজনকে গ্রেফতার করেছে। এ ছাড়া অন্যান্যদের গ্রেফতারে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *