Home সারাদেশ রেললাইনে আগুন, অল্পের জন্য রক্ষা পেল সীমান্ত এক্সপ্রেস
ডিসেম্বর ২০, ২০২৩

রেললাইনে আগুন, অল্পের জন্য রক্ষা পেল সীমান্ত এক্সপ্রেস

বিরামপুর রেলস্টেশনের দক্ষিণ দিকে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার পর রেললাইনের উপর সিমেন্টের স্লিপার ফেলে তার উপর কচুরি পানা দিয়ে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এতে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন ও ট্রেনের যাত্রীরা অল্পের জন্য রক্ষা পেয়েছেন।

বিরামপুর রেলস্টেশন মাস্টার আসাদুজ্জামান জানান, মঙ্গলবার দিবাগত রাত ১০টা ৩৫ মিনিটে বিরামপুর রেলস্টেশন থেকে খুলনাগামী (৭৪৮ ডাউন) আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। রেলস্টেশনের প্রায় এক কিলোমিটার দক্ষিণ দিকে কল্যাণপুর মৌজা এলাকায় রেললাইনের উপর আগুন জ্বলতে দেখে চালক ট্রেনটি থামিয়ে দেন।

এ সময় ট্রেনের কর্মীরা দেখেন, রেললাইনের উপর সিমেন্টর রেল স্লিপার ফেলে ও তার উপর কচুরিপানা দিয়ে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে। ডিউটিরত আনসার দল বিরামপুর থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ও আনসার মিলে আগুন নিভিয়ে ফেলে এবং রেললাইনের উপর থেকে স্লিপার সরিয়ে ফেলে। এতে অল্পের জন্য সীমান্ত এক্সপ্রেস ট্রেন এবং ট্রেনের যাত্রীরা প্রাণে রক্ষা পেয়েছেন। ঘটনার প্রায় ৪৫ মিনিট পর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি তার গন্তব্যে ছেড়ে গেছে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এ ব্যাপারে জিআরপি (রেলপুলিশ) পার্বতীপুর থানার ওসি একেএম নূরুল ইসলাম জানান, রেললাইনে আগুন দিয়ে নাশকতা ঘটানোর অভিযোগে ৮ জনকে আসামি করে পার্বতীপুর জিআরপি থানায় মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *