Home রাজনীতি অসহযোগ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া: বাসা বাড়িতে গ্যাস-বিদ্যুৎ-পানি বন্ধ করে দেয়ার হুমকি
ডিসেম্বর ২০, ২০২৩

অসহযোগ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া: বাসা বাড়িতে গ্যাস-বিদ্যুৎ-পানি বন্ধ করে দেয়ার হুমকি

বিএনপির অসহযোগ আন্দোলন কর্মসূচির সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, যারা অসহযোগ আন্দোলন করছেন, বাসা-বাড়িতে গ্যাস-বিদ্যুৎ-পানি বন্ধ হয়ে গেলে কী হবে ভাবা উচিত।

রাজধানীর সচিবালয়ে বুধবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আজ ভোট বর্জন ও অসহযোগ আন্দোলন কর্মসূচি দিয়েছে বিএনপি; এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি কিন্তু সব সময় বলে আসছি, তারা সুনিশ্চিত এ দেশের জনগণ তাদের ভোট দেবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা অসহযোগ আন্দোলন করছেন, তাদের বাসা থেকে বিদ্যুৎ যদি চলে যায়, পানি যদি বন্ধ হয়ে যায়; যেহেতু অসহযোগ উনারাই চাচ্ছেন—বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে, পানি বন্ধ হয়ে যাবে, সরকার অচল হয়ে যাবে। তাহলে কী হবে, তারা কি সেটা বুঝতে পারছেন? গ্যাস বিল না দিলে, বিদ্যুৎ বিল না দিলে, পানির বিল না দিলে ওয়াশা এবং বিদ্যুৎ বিভাগ অন্য গ্রাহকদের জন্য যেগুলো করে থাকে তাদের জন্য সেগুলো করবে। তাহলে কী হবে সেটা তাদের চিন্তায় নিয়ে আসা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *