Home বিশ্ব চীনে ভয়াবহ ভূমিকম্প, নিহত ১১৬
ডিসেম্বর ১৯, ২০২৩

চীনে ভয়াবহ ভূমিকম্প, নিহত ১১৬

চীনের গানসু প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১১৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ২২০ জন।

সোমবার স্থানীয় সময় মধ্যরাতে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে।

মঙ্গলবার রাষ্ট্রীয় মিডিয়া এ খবর জানিয়েছে।

ভূমিকম্পে বেশ কয়েকটি বাড়ি বিধ্বস্ত হয়েছে বলেও জানা গেছে।

চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, গানসু প্রদেশে সোমবার দিবাগত মধ্যরাতে ছয় দশমিক দুই মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে পার্শ্ববর্তী কিনঘাই প্রদেশও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্যে বলা হয়, ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক নয়।

সোমবার মধ্যরাতের পর মঙ্গলবার দ্বিতীয়বারের মতো ভূমিকম্প আঘাত হানে। এর মাত্রা পাঁচ দশমিক পাঁচ। তবে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

প্রচণ্ড ঠাণ্ডায় কয়েক হাজার উদ্ধারকর্মী ওই প্রদেশে ক্ষতিগ্রস্তদের সহায়তা করছে।

সূত্র : বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *