হরতালের সমর্থনে ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিল
গণবিরোধী নির্বাচনী তপশিল বাতিল ও ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল বুধবারের হরতাল সফল করতে ভোলা জেলা বিএনপির ও সহযোগী সংগঠন ভোলায় পৃথক দুই স্থানে বিক্ষোভ মিছিল করেছে।
সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে ভোলা উকিলপাড়া ও বাপ্তা ইলিশা সড়কে এ বিক্ষোভ মিছিল করে।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়ারুল আলম লিটনের নেতৃত্বে মছিলটি বাপ্তা বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে পৌর গেটে গিয়ে শেষ হয়। একই সময়ে সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মনির হোসেনের নেতৃত্বে মিছিলি উকিল পাড়া বাস মালিক সমিতির সামনে থেকে শুরু হয়ে টাউন স্কুল গেটে গিয়ে শেষ হয়।
মিছিলে ভোলা জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, জেলা সেচ্ছাসেবক দলের সহসভাপতি মো. রবিন চৌধুরী, লুকু চৌধুরী, যুগ্ম সম্পাদক কামাল হোসেন, ভোলা সদর উপজেলা যুবদল নেতা বিলাল হোসেন, জহির, আলমগীর, শামীম, ইব্রাহিম দেওয়ান, রুবেল মিয়াজী, রাকিব হাওলাদার, উপজেলা ছাত্রদলের সদস্য সানাউল্লাহ, জেলা বিএনপির সদস্য বেলাল কমিশন, বিএনপি নেতা খোকন,তুহিন, জেলা যুবদল নেতা ওমর ফারুক, বাপ্পি, আমিনুল ইসলাম মাসুম, রিয়াদ হাওলাদার, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী নজরুল, ভোলা জেলা ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রুবেল ,বশির খন্দকার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নূরুল ইসলাম বাপ্পি, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিম ও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বিরসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন।