গাজার বৃহত্তম সুড়ঙ্গ আবিষ্কারের দাবি ইসরাইলের
গাজা উপত্যকার বৃহত্তম সুড়ঙ্গ আবিষ্কার করার দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী। তারা জানিয়েছে, গাজা সীমান্তের কাছে হামাসের এই সুড়ঙ্গটির সন্ধান তারা পেয়েছে।
ইসরাইলি কর্মকর্তারা জানিয়েছৈ, সুড়ঙ্গটি চার কিলোমিটারের (আড়াই মাইল) বেশি বিস্তৃত। এটি ইরেজ সীমান্ত ক্রসিং থেকে কয়েক শ’ মিটার ভেতরে অবস্থিত। হামাস গত ৭ অক্টোবর যেসব স্থান থেকে ইসরাইলের ভেতরে হামলা চালিয়েছিল, এটি ছিল তার একটি।
ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি রোববার বলেন, ‘এই সুড়ঙ্গে মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করা হযেছে।’
তিনি বলেন, এই সুড়ঙ্গ নির্মাণ করতে কয়েক বছর সময় লেগেছে। এটি দিয়ে গাড়ি চালানো যায়।
গাজা অভিযানে ইসরাইলের অন্যতম লক্ষ্য হলো, হামাসের ব্যবহার করা শত শত কিলোমিটার সুড়ঙ্গ ধ্বংস করা।