Home রাজনীতি ওবায়দুল কাদেরের সঙ্গে কী কথা হয়েছে, জানালেন মাহি
ডিসেম্বর ১৮, ২০২৩

ওবায়দুল কাদেরের সঙ্গে কী কথা হয়েছে, জানালেন মাহি

রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাতিল করে দেওয়ার পর নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। নৌকার টিকিট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন তিনি। মাহি পছন্দের প্রতীক ট্রাক পেয়েছেন।

সোমবার রিটার্নিং কর্মকর্তা রাজশাহী-১ আসনে তাকে ট্রাক প্রতীক বরাদ্দ দেন। এ সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মাহি।

জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমাদের এখন যারা নেতারা আছেন, ইনারা তো অনেক বড়লোক আছেন, অনেকে অনেক প্রভাবশালী। তাদের ড্রইং রুম পর্যন্ত যাওয়ার সুযোগ আসলে আমার গ্রামবাসী পায় না। আমি তাদের কাছাকাছি থাকব—তারা এটা জানে। তার জন্য তারা আমাকে ভোট দেবে ইনশাল্লাহ এবং আমি জয়ী হবো।

আপনি বললেন এখানে অনেকে প্রভাবশালী, তাহলে আপনি কীভাবে জয়ী হবেন জানতে চাইলে গণমাধ্যমকর্মীদের মাহি বলেন, ‘জনগণের চেয়ে প্রভাবশালী কেউ হতে পারে না।’

একজন গণমাধ্যমকর্মী প্রশ্ন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কী কথা হয়েছিল? জবাবে মাহি বলেন, ‘উনি প্রেরণা দিয়েছেন যে, এখানে শত ভাগ সুষ্ঠু নির্বাচন হবে। এটার কোনো দ্বিমত নেই। এখানে কোনো নাশকতা হলে, যদি দলীয় কেউ নাশকতা করে সে ক্ষেত্রে তারা অ্যাকশন নেবেন।’

নির্বাচনি মাঠ কেমন দেখছেন জানতে চাইলে মাহি বলেন, ‘পরিবেশ আজকে থেকে বোঝা যাবে। আজকে থেকে প্রচারণা শুরু হবে। আমরা যখন প্রচারণা চালাব তখন দেখব কত রকমের বাধা আসে। তখন আসলে বুঝতে পারব।’

বাধা কেন আসবে জানতে চাইলে তিনি বলেন, ‘বাধা তো আসবেই! কেউ কি চাইবে যে, আসন ছেড়ে দেই বা অন্য কেউ চলে আসুক। এটা তো কেউ আসলে চাইবে না। বাধা তো দেবেই।’

আপনি কোনো বাড়তি সুবিধা পাবেন কি না প্রশ্ন করা হলে মাহি বলেন, ‘আপনি যদি একটা অজ পাড়াগ্রামে যান, সেখানে তো মানুষ আপনারাকে চিনবে না কিন্তু আমি যদি যাই, সেখানে আমাকে তারা চিনবে। কারণ এখন ডিজিটাল যুগ। প্রত্যেকের ঘরে মোবাইল আছে, ইন্টারনেট আছে। সেই ইন্টারনেটে তারা আমার একটা হলেও গান দেখেছে। তারা আমাকে চেনে। আমি যখন তাদের কাছে যাব সেই মা-বোনদের কাছে, তারা আমাকে না জড়িয়ে ধরে। এইটাই আমার অ্যাডভানটেজ।’

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে অনুসরণ করে রাজশাহী-১ আসন সাজাতে চান বলেও এ সময় জানান মাহি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *