সাজেক ভ্যালি
আপনি যদি পাহাড় পছন্দ করেন তাহলে সাজেক হবে আপনার ট্যুর দেওয়ার জন্য বাংলাদেশের সেরা দর্শনীয় স্থান। আপনি একই সাথে মেঘ এবং পাহাড় দেখতে পারবেন এই সাজেকে। এটি রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার একটি ইউনিয়ন।
সাজেক রুইলুই পাড়া, হামারি পাড়া এবং কংলাক পাড়া এই তিনটি পাড়ার সমন্বয়ে গঠিত। সাজেক প্রায় ১৭০০ ফুট উপরে অবস্থিত। এখানকার সর্বোচ্চ চূড়া হচ্ছে কংলাক পাহাড় যা ১৮০০ ফুট উপর অবস্থিত। এখান থেকে আপনি সূর্যাস্ত এবং সূর্যোদয়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
আর সাজেক থেকে রাঙ্গামাটির প্রায় সবটাই দেখা যায়। এজন্য সাজেককে রাঙ্গামাটির ছাদ বলা হয়। এখানে একটি ঝর্ণাও রয়েছে।
কিভাবে যাবেন সাজেক?
ঢাকা থেকে সাজেক যেতে প্রথমে আপনাকে খাগড়াছড়ি কিংবা দীঘিনালায় যেতে হবে। তারপর সেখান থেকে সাজেক যেতে হবে চাঁদের গাড়িতে করে।
ঢাকা থেকে সরাসরি খাগড়াছড়ি/দীঘিনালা যাওয়ার অনেক বাস সার্ভিস রয়েছে। তারপর সেখান থেকে চাঁদের গাড়ি কিংবা সিএনজি অথবা প্রাইভেট গাড়িতে করে সাজেকে যেতে পারবেন
থাকার ব্যবস্থা এবং খরচ
সাজেকে প্রায় শতাধিক রিসোর্ট এবং কটেজ রয়েছে। এক রাতের জন্য ১৫০০ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত ভাড়া নেবে।