শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যে দিয়ে রায়পুরাতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
সাদ্দাম উদ্দীন রাজ-নরসিংদী জেলা
নরসিংদীর রায়পুরায় যথাযথ মর্যাদা নানান কর্মসূচিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা হলরুমে আলোচনা সভা এবং সন্ধ্যায় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি। আরও ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম। উপজেলা মুক্তিযোদ্ধা ফোরামের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো নজরুল ইসলাম প্রমুখ।
এ সময় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।