ধোবাউড়ায় পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু
হুমায়ুন কবির,ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ধোবাউড়ায় আঙ্গড়ার ব্রীজ সংলগ্ন পানিতে ডুবে এক বৃদ্ধ নারীর মৃত্যুর হয়েছে। নিহত শশিয়া খাতুন (৬৫) উপজেলার খালীনগর গ্রামের গিয়াসস উদ্দিনের স্ত্রী। স্থানীয় ও পরিবার সৃত্রে জানা যায়, বৃদ্ধার মানসিক সমস্যা থাকায় বেশ কয়েকদিন পুর্বে বাড়ি থেকে বের হয়ে নিখোজে ছিলেন।স্বজনরা একাধিক স্থানে খোঁজাখোঁজি করেও তার কোন কোন সন্ধান পায়নি। রবিবার ১১ টায় স্থানীয়রা আঙ্গরার ডুবাতে লাশ বাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে অফিসার ইনচার্জ মো: চাঁনমিয়ার কাছে জানতে চাওযা হলে তিনি বলেন, বৃদ্ধা মানসিক রোগী ডাক্তারের কাগজপত্র রয়েছে।