Home জাতীয় মনে হয় বিএনপির কর্মকাণ্ডে আমেরিকা সন্তুষ্ট নয়: পররাষ্ট্রমন্ত্রী
ডিসেম্বর ১৪, ২০২৩

মনে হয় বিএনপির কর্মকাণ্ডে আমেরিকা সন্তুষ্ট নয়: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই। আমরা আমাদের নিজেদের চাপে আছি।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এমন দাবি করেন।

সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপে নেই। আমরা আমাদের নিজেদের চাপে আছি। আমরা একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। এটা আমাদের প্রেসার (চাপ)। এটা আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি।

ড. মোমেন বলেন, বহির্বিশ্ব আমাদের সহায়তার কাজ করছে। বহির্বিশ্ব চায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। তারা এর সঙ্গে যুক্ত করেছে কোনো বায়োলেন্স (সংঘাতমুক্ত) নয়। আমরাও চাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এ ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সুতরাং আমরা কোনো চাপে নয়, নিজেদের চাপে আছি।

নিজেদের চাপের বিষয়ে ড. মোমেন বলেন, আমরা নিজেদের ভ্যালুস (মূল্যবোধ) প্রমোট (উৎসাহিত করা) করি। আমরা চাই, আমাদের জনগণের প্রতি বিশ্বাস। জনগণের রায়টা আমরা চাই। আমরা চাই বহু লোক নির্বাচনের সময় কেন্দ্রে গিয়ে ভোট দেবে। এগুলো আমাদের চ্যালেঞ্জ। অন্য কোনো চ্যালেঞ্জ নেই।

বিএনপি দাবি করছে যুক্তরাষ্ট্র এ ধরনের নির্বাচন চায় না- এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি দাবি করলে ওদের জিজ্ঞেস করেন। কিন্তু আমার মনে হয়, বিএনপি যে কাজগুলো করেছে, আমেরিকা তাতে সন্তুষ্ট নয়। কারণ আমেরিকাও জ্বালাও-পোড়াও চায় না। আমেরিকা সন্ত্রাসী তৎপরতা চায় না। সুতরাং আমার ধারণা আমেরিকা তাদের প্রতি যথেষ্ট…।

ড. মোমেন বলেন, গণতন্ত্রের যে মাইন্ডসেট এটা তাদের (বিএনপি) কাছ থেকে তারা (আমেরিকা) পায়নি। আমেরিকা গণতন্ত্রে বিশ্বাস করে, আমরাও গণতন্ত্রে বিশ্বাস করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *