Home সারাদেশ কয়রায় আইনজীবীদের সাথে ব্যারিস্টার নেওয়াজ মোরশেদের  মতবিনিময়
ডিসেম্বর ১৪, ২০২৩

কয়রায় আইনজীবীদের সাথে ব্যারিস্টার নেওয়াজ মোরশেদের  মতবিনিময়

মোঃ বায়জিদ হোসেন 
কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলার আইনজীবী বার ইউনিটের
সদস্যদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম প্রার্থী ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ।
বৃহস্পতিবার  (১৪ ডিসেম্বর ) দুপুরে কয়রা আইনজীবী বার ইউনিট মিলনায়তনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।।
মতবিনিময় সভায় এ্যাড.আনিসুর রহমান এর সঞ্চালনায় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও কয়রা আইনজীবী ইউনিট বার সভাপতি এ্যাড. কমলেশ কুমার সানা।
অনুষ্ঠানে ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ বলেন, দেশের মধ্যে সুন্দরবন উপকূলীয় সংসদীয় আসন কয়রা-পাইকগাছা সবচেয়ে অবহেলিত। উপকূলীয় অঞ্চলের টেকসই বেড়ীবাঁধ, নদনদী প্রবাহের স্থায়িত্ব সমাধান, বিদ্যুতের উন্নয়ন, মৌলিক শিক্ষা ব্যবস্থা, ও মানুষের ৫ মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবেন।
এসময় উপস্থিত ছিলেন এ্যাড. মোঃ আবুবকর সিদ্দিক,এ্যাড. প্রমথ কুমার, এ্যাড. আনিসুর রহমান,  এ্যাড. মাহমুদ হোসেন মন্টু, এ্যাড. আকবর হোসেন এ্যাড. প্রভাষ কুমার সানা, এ্যাড. কেরামত আলী, এ্যাড. মনিরুজ্জামান,  এ্যাড. স্বদেশ কুমার সহ আইনজীবী সহকারী সমিতির সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *