Home সারাদেশ মাইকিং করে ৮৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি
ডিসেম্বর ১৩, ২০২৩

মাইকিং করে ৮৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি

কুমিল্লার চকবাজারে মাইকিং করে ৮৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু করেছে পাইকারি দোকানিরা। এদিকে আমদানিকৃত পেঁয়াজের দাম কিছুটা কমলেও এখনো ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ভারতীয় পেঁয়াজ।

বুধবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে কুমিল্লার চকবাজারের বিভিন্ন দোকানে মাইকিং করে ৮৫ টাকা দরে দেশি পেঁয়াজ বিক্রি শুরু করে দোকানিরা। এক দিনের ব্যবধানে কেজিতে প্রায় ১০০ টাকা কম পাওয়ায় লাইন ধরে পেঁয়াজ কিনতে দেখা যায় ক্রেতাদের।

দোকানিরা বলছেন, দেশি পেঁয়াজ বাজারে আসায় কমছে পেঁয়াজের দাম। কোথাও কোনো সংকট নেই।

ক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, ২৪ ঘণ্টা আগেও এই বাজারে ১০০ টাকা বেশি কেজিতে পেঁয়াজ কিনতে হয়েছে। আর আজকে ৮৫ টাকা দরে পেঁয়াজ কেনা যাচ্ছে। বিষয়টি সম্পূর্ণ দোকানদারের ওপর নির্ভর করে। তারা চাইলে দেশি ও আমদানিকৃত পেঁয়াজ আলাদা করে ন্যায্যমূল্যে বিক্রি করতে পারেন।

কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্যাহ খোকন জানান, আমরা ঘোষণা দিয়েছিলাম ১০০ টাকার নিচে পেঁয়াজ বিক্রি করব। নতুন পেঁয়াজ আসায় দাম কমে গেছে। এখন অতিরিক্ত দামে পেঁয়াজ কেনার প্রয়োজন নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *