Home খেলা বিশ্বকাপ শুরু ১৯ জানুয়ারি ভারতের গ্রুপে বাংলাদেশ
ডিসেম্বর ১১, ২০২৩

বিশ্বকাপ শুরু ১৯ জানুয়ারি ভারতের গ্রুপে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সময়সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। আগামী ১৯ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় হতে যাচ্ছে যুবাদের এই বৈশ্বিক টুর্নামেন্ট। আসন্ন এ টুর্নামেন্টে ভারতের সঙ্গে ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচেও প্রতিপক্ষ ভারত। আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশের টুর্নামেন্ট।

চার গ্রুপে ভাগ করা টুর্নামেন্টের গ্রুপে ‘এ’তে বাংলাদেশ, ভারত ছাড়াও আছে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। গ্রুপ ‘বি’তে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। ‘সি’ গ্রুপে আছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। ‘ডি’ গ্রুপে আফগানিস্তান, পাকিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল। সেদিক থেকে বিবেচনা করলে তুলনামূলক সহজ প্রতিপক্ষই পাচ্ছে টাইগার যুবারা।

২০২০ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে সুখকর স্মৃতি আছে বাংলাদেশের। ফাইনালে ভারতকে উড়িয়ে প্রথমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে আকবর আলীর নেতৃত্বাধীন দল। এবার আবারও দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশের যুবারা। চার গ্রুপের এই টুর্নামেন্ট থেকে প্রথমধাপে দুটি দল করে সুযোগ পাবে পরবর্তী পর্বে। সেখান থেকে সেমি পেরিয়ে যেতে হবে ফাইনালে। আগামী ১১ ফেব্রুয়ারি হবে টুর্নামেন্টের ফাইনাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *