Home অপরাধ আদম তমিজী হককে আটক করেছে ডিবি
ডিসেম্বর ১০, ২০২৩

আদম তমিজী হককে আটক করেছে ডিবি

ব্যবসায়ী আদম তমিজী হককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার রাত আটটার দিকে তাঁকে গুলশানের বাসা থেকে আটক করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ডিবির ঊর্ধ্বতন এক কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আদম তমিজীর বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা রয়েছে। তিনি হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।

আদম তমিজী হক ২০২০ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার চেষ্টা করেছিলেন। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য ছিলেন।

গত সেপ্টেম্বরে ফেসবুক লাইভে তাঁর নিজের পাসপোর্ট পুড়িয়ে এবং আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে বক্তব্য দিয়ে ব্যাপক আলোচনায় আসেন। এরপর তাঁকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়। আদম তমিজীর ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *