Home দেশ-বিদেশের যু্দ্ধ গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো
ডিসেম্বর ৯, ২০২৩

গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে উত্থাপিত একটি প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে প্রস্তাবটি পাস হয়নি। পরিষদের ১৩ সদস্য প্রস্তাবটি সমর্থন করে। একমাত্র যুক্তরাষ্ট্র এর বিরোধিতা করে। আর যুক্তরাজ্য ভোট দানে বিরত থাকে।

জাতিসঙ্ঘে নিযুক্ত মার্কিন উপ-প্রতিনিধি রবার্ট উড বলেন, প্রস্তাবটি ‘বাস্তবতা থেকে দূরে’ এবং ‘বাস্তব অবস্থার দিকে যাবে না।’

আরব দেশগুলোর সমর্থিত এই প্রস্তাবে গাজার পরিস্থিতিকে ‘বিপর্যয়কর’ হিসেবে অীভহিত করে। এতে বেসামরিক নাগরিকদের রক্ষা করা, হামাসের হাতে এখনো আটক সকল বন্দীর অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তি দাবি করে।

ফিলিস্তিনি কর্মকর্তারা নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের ভেটোর নিন্দা করে বলেছে, এটি লজ্জাজনক এবং বিপর্যয়কর।

তবে ইসরাইল একে স্বাগত জানিয়েছে। ভেটো দেয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানিয়ে জাতিসঙ্ঘে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত বলেছেন, গাজায় আটক সকল বন্দীর মুক্তি এবং হামাসকে পরাজিত করার পরই কেবল যুদ্ধবিরতি হতে পারে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।

যুদ্ধবিরতির জন্য জাতিসঙ্ঘ মহাসচিব গুটারেস বিশেষ ক্ষমতা ব্যবহার করে নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান করেছিলেন।

সূত্র : টাইমস অব ইসরাইল, আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *