Home বিনোদন ভালো গল্প হলে সিনেমায় কাজ করতে চান আতিয়া আনিসা
ডিসেম্বর ৯, ২০২৩

ভালো গল্প হলে সিনেমায় কাজ করতে চান আতিয়া আনিসা

এই শহরের পথে রেখে যেতে চেয়েছেন পায়ের ছাপ, তিনি এই শহরের নয়, রেখেছেন বাংলাদেশের গ্রাম থেকে শহর—সব জায়গায়ই এমন অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা আতিয়া আনিসা। তিনি এরই মধ্যে মিষ্টি কণ্ঠে সুনিপুণ গায়কি দিয়ে মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। সামনের দিনে ভালো গল্প হলে নাটক বা সিনেমায় অভিনয় করতে চান তিনি।

কালবেলার বিনোদন বিভাগের উদ্যোগে ‘তারাবেলা’র এবারের পর্বে অতিথি হয়েছেন নতুন প্রজন্মের সংগীতশিল্পী আতিয়া আনিসা। শুক্রবার (৮ ডিসেম্বর) কালবেলার নিজস্ব স্টুডিওতে তারাবেলার পঞ্চম পর্বের শুটিং হয়।

২০১৮ সালে চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পান আতিয়া আনিসা। পরিবারের অনিচ্ছার কারণে করা হয়নি। জানালেন, সামনের দিকে নাটক বা সিনেমায় অফার এলে ভালো গল্প হলে কাজ করবেন। নায়ক কে হবেন তা নিয়ে আপত্তি নেই তার। বললেন, পরিচালক গল্প অনুযায়ী যাকে পছন্দ করবেন তার সঙ্গে কাজ করবেন। তবে ভালো গানের মাধ্যমে দর্শক হৃদয়ে আজীবন বেঁচে থাকতে চান এই সংগীতশিল্পী।

তারাবেলা প্রসঙ্গে আতিয়া আনিসা বলেন, অনুষ্ঠানে এসে নতুন অভিজ্ঞতা হয়েছে। দর্শকরা অনেক অজানা তথ্য পাবেন। ভক্তরাও জানতে পারবেন নতুন কিছু। পুরো প্রোগ্রাম দর্শকের ভালো লাগবে বলেও প্রত্যাশা তার।
ভালো গল্প হলে সিনেমায় কাজ করতে চান আতিয়া আনিসা
এই শহরে মানুষের আনন্দের কোনো খোরাক নেই : বাপ্পা মজুমদার

পরাণ সিনেমায় ‘চল নিরালায়’ গানের জন্য আলোচনায় এই সংগীতশিল্পী। এরপর ‘পায়ের ছাপ’ সিনেমায় ‘এই শহরের পথে পথে’ গানের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এ ছাড়া চলচ্চিত্রে বেশ কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তারাবেলার এবারের পর্বে আতিয়া আনিসার ফ্যাশনসামগ্রী সম্পর্কে জানতে পারবেন দর্শক। এ ছাড়া বর্তমান কাজ, পরিবারসহ নানা বিষয়ে দর্শকের উদ্দেশে জানিয়েছেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় এ সংগীতশিল্পী।

প্রতি রোববার রাত ৮টায় কালবেলার ফেসবুক পেইজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে একযোগে প্রচারিত হবে এ অনুষ্ঠানটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *