Home বিনোদন ১ কোটিতে পা রাখলেন পূর্ণিমা
ডিসেম্বর ৭, ২০২৩

১ কোটিতে পা রাখলেন পূর্ণিমা

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। এই নায়িকা ফেসবুক পেজের ফলোয়ারস ১ কোটি ছাড়িয়েছে। মঙ্গলবার রাত থেকে তার পেজে চোখ রাখলে দেখা যাচ্ছে, ফলোয়ারস ১০ মিলিয়ন প্লাস! তবে এগুলো নেহাত ফলোয়ারস নয়, পূর্ণিমার কাছে বিষয়টি ‘১ কোটি ভালোবাসা’। তার ভাষ্য— এগুলো আসলে অর্গানিক ভালোবাসা।

শুধু বাংলাদেশ নয়, পূর্ণিমার অনুসারীরা পুরো উপমহাদেশ থেকে যুক্ত আছেন। পেজটি থেকে বিভিন্ন ছবি, রিলস এবং ভিডিওর মাধ্যমে অনুসারীরা তার আপডেট পায়। পূর্ণিমার পেজ থেকে নতুন ভিডিও-রিলস ছাড়লেই উঠে আসে ফেসবুক ট্রেন্ডিংয়ে! অনুসারীদের ভালোবাসা প্রকাশ দেখে পূর্ণিমা অনেক সময় বিস্মিত ও ইমোশনাল হন।
তিনি বলেন, আমার অনুসারীরা সবসময়ে পাশে থাকে। সবাইকে ধন্যবাদ ও ভালোবাসা জানাই।

পূর্ণিমা বলেন, পুরোটাই অর্গানিক ফলোয়ার্স। যেটাকে আমি অর্গানিক ভালোবাসা বলতে চাই। যখন পেজটি ওপেন করি, তখন জানতাম না এতদূর আসবে। যারা অ্যাডমিন তারা দেখভাল করত।

আগে পেজ-ফলোয়ারস এসব ব্যাপারে খুব বেশি জানাশোনা ছিল না। সময় সব কিছু শিখিয়েছে। ঘোরাঘুরি বা বেড়াতে গেলে ছবি ভিডিও বেশি পোস্ট হয়। আবার অনেক সময় গ্যাপ থাকে। অ্যাডমিনরা আমাকে ছবি ভিডিও পোস্ট দিতে উৎসাহিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *