রামগড় বাজার হতে সেগুন কাঠ জব্দ করল বিজিবি
তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির রামগড়ে অবৈধ ভাবে পাচারকালে বেশ কিছু সেগুন গোলকাঠ জব্দ করেছে বিজিবির রামগড় জোনের সদস্যরা।
আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার সিনোমা হল এলাকা হতে মালিকবিহীন ৪১.৯৫ ঘনফুট সেগুন কাঠ জব্দ করে বিজিবি।
জানা গেছে, রামগড় বিওপিতে কর্মরত নাঃ সুবেঃ ঠান্ডু মিয়া এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক সিনেমা হল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৪১.৯৫ ঘনফুট বাংলাদেশী সেগুন গোল কাঠ জব্দ করতে সক্ষম হয়।
বিজিবি জানিয়েছে, নিয়মানুযায়ী জব্দকৃত কাঠ রামগড় বনবিটে জমা করা হয়েছে।
জোন অধিনায়ক লেঃ কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, ভবিষ্যতেও বনজ সম্পদ রক্ষায় রামগড় জোন কর্তৃক অভিযান পরিচালনা করা হবে।